Kalinga Super Cup: ক্লেটনের জোড়া গোলে হায়দরাবাদ বধ করে ‘সুপার-যাত্রা’ শুরু ইস্টবেঙ্গলের

এবার ফের হায়দরাবাদ বধ লাল-হলুদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম ম্যাচে এই দলের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।…

Cleiton Silva’s brace gives East Bengal

এবার ফের হায়দরাবাদ বধ লাল-হলুদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম ম্যাচে এই দলের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল কলকাতা ময়দানের এই প্রধান। দলের জার্সিতে আজ জোড়া গোল পান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এছাড়াও একটি গোল পান স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। অন্যদিকে, হায়দরাবাদ দলের জার্সিতে গোল পান রেমহালচুঙ্গা ও নিম। আজকের এই ম্যাচে জয় পাওয়ার পর তিন পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ ব্রিগেড। নতুন বছরের শুরুতে এবার জয় পেয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা।

আরও পড়ুন: Kalinga Super Cup: সমর্থকদের হতাশ করব না: ইস্টবেঙ্গলের ক্লেটন

গত বছরের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে অর্থাৎ শেষের দিকে যথেষ্ট ছন্দে ফিরে এসেছিল ইস্টবেঙ্গল। তারা আটকে দিয়েছিল মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে ওডিশার মতো দলকে‌। তবে জয়ের খোঁজে ছিলেন কুয়াদ্রাত। অবশেষে আজ আসল বহু প্রতীক্ষিত জয়। ফের পরাজিত হল হায়দরাবাদ। আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে লাল-হলুদ ফুটবলাররার। যার দরুন প্রথম দিকেই এগিয়ে গিয়েছিল দল। তবে পরবর্তীতে সেই গোল শোধ করে দেয় হায়দরাবাদ এফসি। যারফলে, প্রথমার্ধের শেষের ম্যাচের ফলাফল থাকে ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের আক্রমনাত্মক হয়ে ওঠে দুই পক্ষ।

Cleiton Silva’s brace gives East Bengal

সেখান থেকেই আসে একের পর এক গোল। লাল-হলুদ এগিয়ে গেলেও পেনাল্টি থেকে সেই গোল শোধ করে হায়দরাবাদ দলের ফুটবলাররা। তবে শেষ রক্ষা করা যায়নি তাদের পক্ষে। সাউল ক্রেসপোর গোলে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পরবর্তীতে সেই ব্যবধান ধরে রেখেই আসে জয়।