Vladimir Putin: রাশিয়ার সঙ্গে সখ্যতায় মালিকানা সংকটে শতাব্দী প্রাচীন ক্লাব

ক্লাবের মালিকের সঙ্গে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) খুব ভাব। শতাব্দী প্রাচীন ক্লাব মালিকের ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর। যুদ্ধ পরিস্থিতি বদলাতে শুরু করেছে পরিস্থিতি। মালিকানা সংকটে চেলসি…

ক্লাবের মালিকের সঙ্গে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) খুব ভাব। শতাব্দী প্রাচীন ক্লাব মালিকের ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর। যুদ্ধ পরিস্থিতি বদলাতে শুরু করেছে পরিস্থিতি। মালিকানা সংকটে চেলসি (Chelsea)। 

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ বলে পরিচিত রোমান আব্রামোভিচ। মনে করা হয় চেলসি মালিকের পকেটে রয়েছে প্রচুর কালো টাকা। কিংবা অসাধু উপায়ে অর্জিত টাকা। ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনার যুদ্ধ ভালো চোখে দেখছে না আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ। তারা চাপে ফেলতে চাইছে রাশিয়াকে, তথা পুতিনকে। পুতিন যত চাপে পড়বেন, ততই সিঁদুরে মেঘ দেখবেন আব্রামোভিচ। এমনটাই মনে করছেন কূটনৈতিক মহলের একটা অংশ। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

হাউস অব কমন্সে সাংসদ ব্রায়ান্ট আব্রাহিমোভিচের সম্পদ বাজেয়াপ্ত করা এবং চেলসি ক্লাবের মালিকানা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার আহ্বান করেছেন ইতিপূর্বে। অভিযোগ, পুতিনকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করেছেন চেলসি ফুটবল ক্লাবের মালিক। উত্তপ্ত পরিস্থিতিতে এই বিষয়টি আরও জলঘোলা করেছে। কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ক্লাবের সমর্থকদের কপালে। 

ব্রায়ান্ট দাবি করেছেন যে তাঁর কাছে এমন কিছু তথ্য রয়েছে যা প্রমাণ করে আব্রাহিমোভিচ চেলসির মালিক হওয়ার যোগ্য নন। পার্লামেন্টেও সরব হয়েছেন সাংসদ। আব্রাহিমোভিচের কাছে প্রচুর ‘কালো টাকা’এবং তাঁর ‘গতিবিধি সন্দেহজনক’ বলে অভিযোগ করা হয়েছে। লেবার পার্টি সাংসদ ব্রিটিশ পার্লামেন্টে সরাসরি বলেছেন, ‘ব্রিটিশ সরকারের উচিৎ রাশিয়ান ধনকুবের ও চেলসির মালিক রোমান আব্রামোভিচের সম্পদ বাজেয়াপ্ত করা।’ 

বিবিসির প্রতিনিধি ক্লাবের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছিলেন। কিন্তু চেলসির পক্ষ থেকে এ ব্যাপারে মুখ খোলা হয়নি বলে খবর। রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছে ব্রিটেন। বরিস জনসন সরকারের মন্ত্রী মার্ক স্পেনসার, কিছু রাশিয়ান ব্যক্তির ওপর সরকারের নজর রয়েছে। যদিও আলাদা করে রোমান আব্রামোভিচ নাম নেওয়া হয়নি।