Carles Cuadrat’s Message: কুয়াদ্রাতের শিবিরে মানিয়ে নিতে পারবেন নন্দকুমার?

Carlos Cuadrat

কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে নতুন ফুটবল মরশুম। সেজন্য এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি প্রত্যেকটি ক্লাবের। প্রত্যেকদিনই দলবদলের বাজারে ঝড় তুলে চলেছে এক একটি ফুটবল ক্লাব। গত শনিবার দলের প্রথম চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়ের নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। সেই অনুসারে আগত তিনটি মরশের জন্য ওডিশা এফসি থেকে নন্দকুমারকে সই করানো হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফে।

Advertisements

Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে কতটা সফল হবেন কামিন্স? পূর্বাভাস দিলেন কাটলাক

এই নিয়ে পরবর্তী সময় দলের ফেসবুক পেজ থেকে একটি শর্ট ভিডিও আপলোড করা হয়। যেখানে দেখা যায়, নন্দকুমার বলছেন কলকাতার রসগোল্লার কথা । তারপরেই তাকে স্বাগত জানানো হয় লাল-হলুদ ব্রিগেডে। যা দেখে খুশির আমেজ বয়ে চলে দলের সমর্থকদের মধ্যে।

উল্লেখ্য, গত হিরো ইন্ডিয়ান সুপার লিগে বিপক্ষের ডিফেন্স কে চূর্ণবিচূর্ণ করার ক্ষেত্রে ওডিশা এফসির অন্যতম হাতিয়ার ছিলেন এই নন্দকুমার। এই তারকা ফুটবলার কে উইংয়ে রেখেই একের পর এক ম্যাচ জিতেছে জোসেফ গাম্বাউয়ের দল। পরবর্তী সময়ে মিরান্ডার কোচিংয়ে বেঙ্গালুরু এফসিকে ধরাশায়ী করে সুপার কাপ জেতে ওডিশা এফসি। এখানে ব্যাপক ভূমিকা ছিল এই তারকা ফুটবলারের।

Mohun Bagan: বাগানে চূড়ান্ত অনিরুদ্ধ থাপা, কত বছরের জন্য আসছেন এই তারকা?

Advertisements

এমনকি টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে ও গোল করেছিলেন এই ভারতীয় তারকা। তাই আসন্ন মরশুমের জন্য শুরু থেকেই তাকে টানতে আসরে নেমে পড়েছিল আইএসএলের একাধিক ক্লাব। তবে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত সবাই কে দূরে ঠেলে তাকে চূড়ান্ত করে ফেলে মশাল ব্রিগেড।

কিন্তু এখন প্রশ্ন হল, এবার কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে কতটা মানিয়ে নিতে পারবেন সুপার কাপ জয়ী এই ফুটবলার? পূর্বে কুয়াদ্রাত চূড়ান্ত হওয়ার সময় জানা গিয়েছিল, যে নন্দকুমার কে স্কোয়াডে পেতে নাকি যথেষ্ট আগ্ৰহী তিনি। পরবর্তীতে নন্দকুমারের তরফ থেকে ও কুয়াদ্রাতের কোচিংয়ে খেলতে যথেষ্ট আগ্ৰহ দেখা যায়। এই নিয়েই এবার লাল-হলুদ কোচ বলেন, নন্দকুমার যথেষ্ট ভালো খেলোয়াড়। গত কয়েক বছর ধরেই নিজের খেলার মান উন্নত করছে। শেষ মরশুমে দলের হয়ে আইএসএলে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে।

East Bengal: চেন্নাইয়ের পথে পাড়ি দিলেন ইস্টবেঙ্গলের বাতিল ফুটবলার

এমনকি সুপার কাপ ও চ্যাম্পিয়ন হয়েছে ওদের দল। বলতে গেলে নিজের প্রাইম টাইমে রয়েছে। একইরকম ভাবে আমি আশা করি ইমামি ইস্টবেঙ্গলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে ও যে নন্দকুমারের ভূমিকা থাকবে। শেষ পর্যন্ত নিজেকে আদৌ কতটা মানিয়ে নিতে পারেন এই তারকা এখন সেটাই দেখার।