Weather: বাজ পড়ার সম্ভাবনা,জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather: রবিবারের মতো সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (thunderstorms)  পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলতে পারে আগামী ২-৩…

weather 9 Weather: বাজ পড়ার সম্ভাবনা,জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather: রবিবারের মতো সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (thunderstorms)  পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলতে পারে আগামী ২-৩ ঘণ্টা। অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে অনুমান।

জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনায় সতর্কতার মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, এখানে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্ত ভাবে।

   

শহর-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্যান্য দিনের থেকে কিছুটা সহনীয় রয়েছে এদিন। তবে অস্বস্তি কমছে না। গতকাল ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বেশ কিছু অংশে স্বস্তির বৃষ্টি শুরু হয়॥কলকাতায় সন্ধে সাড়ে ৭টা নাগাদ বৃষ্টি খুব সামান্য সময়ের জন্য হয়ে থেমেও যায়। এদিন বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বয় দমকা হাওয়া।