Mango Diplomacy: মমতাকে ১ হাজার কেজির আম শুভেচ্ছা শেখ হাসিনার

আমের মরশুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে নিজ নিজ দেশের বিখ্যাত আম কূটনৈতিক উপহার হিসেবে পাঠানো হয়। এটি আম কূটনীতি (mango diplomacy) বলে পরিচিত। চলতি মরশুমে…

mamata hasina Mango Diplomacy: মমতাকে ১ হাজার কেজির আম শুভেচ্ছা শেখ হাসিনার

আমের মরশুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে নিজ নিজ দেশের বিখ্যাত আম কূটনৈতিক উপহার হিসেবে পাঠানো হয়। এটি আম কূটনীতি (mango diplomacy) বলে পরিচিত। চলতি মরশুমে বাংলাদেশ (Bangladesh) দিচ্ছে বিশাল আম শুভেচ্ছা।

বাংলাদেশের তরফে আম শুভেচ্ছা। ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের রেশ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম শুভেচ্ছা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার কেজি আম কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের মাধ্যমে পৌঁছে যাবে মমতার কাছে।

   

ঢাকা জানাচ্ছে, চলতি আম মরশুমে বাংলাদেশ সরকার প্রথা মেনে আম শুভেচ্ছা দিচ্ছে। বাংলাদেশ লাগোয়া ভারতের দুটি বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের কাছে যাবে আম। বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাঁড়িভাঙা ও রাজশাহীর হিমসাগর উপহার দেওয়া হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ১ হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন। এই আম উপহার সোমবার বেলা যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল হয়ে পশ্চিমবঙ্গে যাবে। সেখানে থাকবেন বাংলাদেশ দূতাবাস কর্মীরা। জানিয়েছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের সহকারী সচিব আবু মুহাম্মদ ফয়সাল।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম যাবে কলকাতায়। আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হবে।

আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে তারই স্মারক এই আম উপহার। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।