বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচন হবে নিরেপক্ষ সরকারের অধীনে। এই দাবির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) মুক্তির দাবিতেও তীব্র আন্দোলনে দেশটির অন্যতম বিরোধী দল বিএনপি (BNP)। ঢাকায় (Dhaka) তাদের কেন্দ্রীয় সমাবেশ ১০ ডিসেম্বর। সেই সমাবেশের আগেই সংঘর্ষে জড়াল বিএনপি। পুলিশের গুলিতে একাধিক জখম। নিহত একজন।
ঢাকা রণক্ষেত্র। ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়। সেই কার্যালয়ের সামনে দলটির সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ তীব্র আকার নেয়। গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে নিহতের নাম মকবুল হোসেন।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহানগরী গণসমাবেশকে কেন্দ্র করে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এদিকে সরকারে থাকা আওয়ামী লীগ জানিয়েছে বিএনপির সভা ওখানে হবে না। তারা অন্যত্র সভা করুক। দুপক্ষের নেতারা নিজ নিজ অবস্থানে অনড়।
সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি অগ্নিগর্ভ।