রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র: মমতা

বিজেপির বুলডোজার নীতি ভয়াবহ। রাজ্যগুলিকেও বুলডোজ করতে চায়। দিল্লিতে এমনই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দিল্লিতে বিপুল ধাক্কা…

Mamata Banerjee

বিজেপির বুলডোজার নীতি ভয়াবহ। রাজ্যগুলিকেও বুলডোজ করতে চায়। দিল্লিতে এমনই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দিল্লিতে বিপুল ধাক্কা খেয়েছে বিজেপি। দিল্লির পুরসভার ভোটে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। এর পর রাজনৈতিক মহলের নজর ছিল দিল্লি থেকে মোদী ও বিজেপিকে কতটা আক্রমণ করেন মমতা।

সরাসরি মমতার নিশানায় বিজেপি। তিনি বলেন, এখন সংসদে অধিবেশন চলছে। অনেকগুলি বিল আসতে চলেছে। বেশ কিছু ভয়ঙ্কর বিল আসতে চলেছে। ১৬ টি বিল আনতে চলেছে সরকার। সংসদে আলোচনা হওয়া দরকার। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কারণে সমস্ত বিল পাশ করাচ্ছে। কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন প্রতিটি রাজ্যের সমস্যা রয়েছে। আমি দেখেছি বেশ কিছু বিল আনা হচ্ছে, যেখানে রাজ্য সরকারের সরাসরি যোগ রয়েছে। এতে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হতে চলেছে। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

   

কেন্দ্র জোর করে বিল পাশ করাতে চায়। বেশ কয়েকটি বিপজ্জনক বিল আনতে চলেছে। কেন্দ্র সরকারের শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এভাবে বিল পাশ করাতে পারে না। বুধবার সাংসদদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা রাজ্যের স্বার্থ বিঘ্নিত হতে চলেছে। রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র। দাবি মমতার।

বুধবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। চলতি অধিবেশনে দলের রণনীতি কী হবে? তা নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক সারেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সাংসদ সৌগত রায়ের বাসভবনে হয় বৈঠক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র। আজ আপনি করছেন কাল অন্য দল এলে তো পরিবর্তন করতেই হবে। আমরা বিষয়টিকে ঠান্ডা মাথায় পরিচালনা করতে চাই। আমরা সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে এবিষয়ে আলোচনা সারতে চাই। যদি তাঁরা এগিয়ে আসে তবেই।