ইস্ট বেঙ্গল এফসি, ATK মোহনবাগান, চেন্নাইন এফসি, মুম্বই সিটি এফসি, ওডিশা এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি AIFF এলিট যুব লীগে অংশগ্রহণ করবে। সূত্রের খবর,কেরালা ব্লাস্টার্স এফসি যুব লীগে অংশগ্রহণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি।
দুটি পর্বে খেলা হবে যুব লীগ। মোট ১০ টি বিভাগে লীগ ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত গ্রুপ পর্ব, ২০ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত ফাইনাল রাউন্ড।
ফেডারেশন পরিচালিত যুব লীগে গ্রুপ ‘ডি’তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি।এই গ্রুপের অন্যান্য দল গুলো জামশেদপুর এফসি, ক্লাসিক ফুটবল একাডেমি (মণিপুর), গুয়াহাটি টাউন ক্লাব (আসাম),সশিলং লাজং (মেঘালয়)। প্রতি গ্রুপে শীর্ষ 2 দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
ATKমোহনবাগান গ্রুপ ‘বি’তে রয়েছে।সএই গ্রুপে মেরিনার্সরা খেলবে সঞ্জু ফুটবল আকাদেমি (সিকিম), FAO আকাদেমি (ওডিশা), মিনার্ভা আকাদেমি এফসি(পাঞ্জাব), ফুটবল ফর চেঞ্জ আকাদেমি (মনিপুর)। যুব লীগের ম্যাচ ভেন্যু বেঙ্গালুরু, কলকাতা,পাটনা, ইম্ফল,হায়দরাবাদ, চোহাল,বোকারো, রুদ্রপুর,গোয়া, ভিলাল নির্ধারিত হয়েছে।
প্রসঙ্গত, ১১ টি ভেন্যুতে মোট ১১১টি ম্যাচ হবে। ৪৯টি দল ১০ টি গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বে একটি একক-লেগ রাউন্ড-রবিন ফর্ম্যাটে ১০ ভেন্যুতে খেলবে। ১০টি গ্রুপে বিজয়ী এবং ৬টি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল চূড়ান্ত রাউন্ডে (নকআউট ফর্ম্যাট) জন্য যোগ্যতা অর্জন করবে।