BJP: ডিসেম্বরেই কিছু হবে? শাহর সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকে বসছে বঙ্গ বিজেপি

রাজ্যে তৃ়ণমূল কংগ্রেস (TMC) সরকার ডিসেম্বর মাসেই পড়ে যাবে। এমনই বার্তা বারবার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার। ডিসেম্বর…

Something will happen in December? Bengal BJP to hold important meeting with amit Shah

রাজ্যে তৃ়ণমূল কংগ্রেস (TMC) সরকার ডিসেম্বর মাসেই পড়ে যাবে। এমনই বার্তা বারবার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার। ডিসেম্বর চলছে, তৃণমূল কংগ্রেসের অন্দরে বাড়ছে উদ্বেগ।

সেই উদ্বেগ আরও বাড়িয়ে বৃহষ্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সাথে বৈঠক করবেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে জরুরি বৈঠকে বসতে চলেছে বিজেপি। সংসদ ভবনে শাহর দফতরে হবে বৈঠক। বৈঠকের বিষয়সূচি নিয়ে নীরব বিজেপি।

   

বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জরুরি বৈঠকে বসতে চান অমিত শাহ। কিন্তু প্রশ্ন উঠছে অমিত শাহ কেন? বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ভৌগোলিক এবং রাজনৈতিক মানচিত্র সম্পর্কে দারুণভাবে অবগত অমিত শাহ। বিধানসভা ও লোকসভা, উভয় নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন শাহ। তাই গুজরাটের ভোট পর্ব মিটতেই এখন বাংলার ওপর নজর দিয়েছেন তিনি।

একাধিক প্রকাশ্য সমাবেশ থেকে সরকার বদলের ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তারা বলেছেন মমতার সরকার ডিসেম্বরেই পড়ে যাবে। বৈঠকে কী হবে কিছু স্পষ্ট করে জানা যায়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত আসছে। সেখানে উঠে আসতে পারে রাজ্য বিজেপির সভাপতি বদলের প্রসঙ্গ।