তারকা ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবাকে রিলিজ দেওয়ার সম্ভাবনা

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা ডিফেন্ডার তথা ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে মেরিনার্সদের অধিনায়ক ফ্লোরেন্টিন পোগবার (Florentin Pogba) পারফরম্যান্সের ইস্যুতে মঙ্গলবার আলোচনায় বসেছিল টিম…

Florentin Pogba

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা ডিফেন্ডার তথা ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে মেরিনার্সদের অধিনায়ক ফ্লোরেন্টিন পোগবার (Florentin Pogba) পারফরম্যান্সের ইস্যুতে মঙ্গলবার আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট এবং কর্তারা।

সূত্রে খবর,পোগবা ইস্যুতে কোচ হুয়ান ফেরান্দোর মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আলোচনায়।এই ইস্যুতে ফেরান্দোর মত স্পষ্ট ছিল,পারফর্ম করলে দলে থাকবে, না হলে বিদায় নিশ্চিত।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সবুজ মেরুন অধিনায়ক পোগবার পারফরম্যান্স আইএসএলে আহমরি নয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, ফুটবলার ফ্লোরেন্টিন পোগবার সঙ্গে রিলিজ ইস্যুতে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে।তবে ওই আলোচনা পোগবার বেতন ইস্যুতে ঝুলে রয়েছে।

সূত্রে জানা যাচ্ছে,যেহেতু পুরো মরসুম বাকি আছে এবং জানুয়ারি ফিফা উইন্ডো এখনও ওপেন হয়নি, তাই দুপক্ষই সম্মান জনক জায়গাতে এসে মধুমেয় সমাপ্তি ঘটাতে চাইছে।

টুর্নামেন্টে লিগ টপার হওয়ার হাতছানি ATK মোহনবাগানের সামনে। মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, ওডিশা এফসি, ATKমোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এফসি, এফসি গোয়া এই ৬ দলের মধ্যে ২-৩ পয়েন্টের ব্যবধান। ফলে লিগ এখন হাড্ডাহাডি লড়াইতে জমে উঠেছে।প্রত্যেক দলের কাছে প্রতিটি গেম ফাইনালের মতো।তাই সবুজ মেরুন ব্রিগেড ডিফেন্স আটোসাটো করতে মরিয়া। এই লক্ষ্যে ভালো মানের বিদেশী ডিফেন্ডারের খোঁজে দলের ফুটবলার ফ্লোরেন্টিন পোগবাকে ঘাড় থেকে নামাতে ব্যস্ত।