Indian Navy: নৌসেনার ভয়ে চম্পট জলদস্যুদের, উদ্ধার ভারতীয় নাবিকরা

ভারত মহাসাগরের বুকে জলদস্যুদের তাড়িয়ে অপহৃত পণবন্দি নাবিকদের উদ্ধার করল (Indian Navy) নৌসেনা। শুক্রবার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়া উপকূলে জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা পণ্যবাহী…

ভারত মহাসাগরের বুকে জলদস্যুদের তাড়িয়ে অপহৃত পণবন্দি নাবিকদের উদ্ধার করল (Indian Navy) নৌসেনা। শুক্রবার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমালিয়া উপকূলে জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা পণ্যবাহী জাহাজটিতে থাকা 15 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী মেরিন কমান্ড অভিযান  কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

লাইবেরিয়ার জাহাজ এমভি লিলা নরফোক পোর্ট ডু অ্যাকো ব্রাজিল থেকে যাত্রা করছিল।এই জাহাজের গন্তব্য ছিল বাহরিন। আফ্রিকার মহাদেশের সোমালিয়ার উপকূল থেকে 300 নটিক্যাল মাইল পূর্বে জলদস্যুরা হাইজ্যাক করে জাহাজটি। নাবিকদের পণবন্দি করা হয়।

নৌসেনা জানিয়েছে, যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই, সামুদ্রিক টহল বিমান P-8I এবং দূরপাল্লার প্রিডেটর MQ9B ড্রোন ওই পণ্যবাহী জাহাজটিকে জলদস্যুদের কবল থেকে ছিনিয়ে আনতে মোতায়েন করা হয়েছিল। আইএনএস চেন্নাই  অপহৃত জাহাজটির পিছনে ধাওয়া করে। অপহরণ করা লাইবেরিয়ান জাহাজটিতে মোট ২১ জন ক্রু। এদের মধ্যে ১৫ জন ভারতীয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,সোমালিয়ার জলদস্যুদের মতো ইয়েমেনের ক্ষমতায় থাকা হুথি গোষ্ঠী আরব সাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরে আরও কয়েকটি পণ্যবাহী জাহাজকে লুঠ করার চেষ্টা করছে। সেই হামলা নস্যাৎ করতে আমেরিকার নৌবাহিনী বিশেষ নজর রেখেছে। ভারতীয় নৌবাহিনী বলেছে যে তারা উত্তর ও মধ্য আরব সাগর এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।