কোবরা ফোর্সের সাথে মাওবাদীদের প্রবল গুলির লড়াই

সোমবার ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের চলছে গুলির লড়াই। ঘটনাটি ছত্তিসগড়ের কঙ্কর জেলার। জানা যাচ্ছে, ৭ জুন ছত্তিসগড়ের বিজাপুর জেলার জঙ্গলে গুলির লড়াই শুরু হয়…

সোমবার ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের চলছে গুলির লড়াই। ঘটনাটি ছত্তিসগড়ের কঙ্কর জেলার।

জানা যাচ্ছে, ৭ জুন ছত্তিসগড়ের বিজাপুর জেলার জঙ্গলে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে। তথ্য অনুযায়ী, এটি ছিল কোবরা ফোর্স এবং স্পেশাল টাস্ক বাহিনীর যৌথ অভিযান।

এনকাউন্টারের সময় ছত্তিসগড়ের বিজাপুর এবং সুকমাতেও বহুবার বিস্ফোরণের এবং গুলির শব্দ শোনা যায়।

৫ জুন নিরাপত্তা বাহিনী এক মাওবাদীকে গ্রেফতার করে। এই মাওবাদি ২৪ টি ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ছত্তিসগড়ের সুকমা থেকে গ্রেফতার করে হয় তাকে।