আসন্ন হিরো আইএসএলের কথা মাথায় রেখে দল গঠনের দিকে বাড়তি নজর দিচ্ছে সবুজ-মেরুন (Mohun Bagan) ম্যানেজমেন্ট। আসলে গত মরশুমে দল আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ডের শিরোপা। তাছাড়া দক্ষ স্ট্রাইকারের অভাবে ও ভুগতে হয়েছে গোটা মরশুম জুড়ে।
তাই সেইসব সমস্যার সমাধানের জন্য বেশকিছু ফুটবলারদের সঙ্গে কথা ও এগিয়ে নিয়ে যেতে শুরু করে মোহনবাগান ক্লাব। তাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসে অজি তারকা জেসন কামিন্সের নাম। গত কয়েকদিন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেললেও আগামী মরশুমে সবুজ-মেরুনে খেলতে আসা একেবারেই নিশ্চিত। তবে ভারতের মাটিতে কতটা সফল হতে পারেন এই তারকা? কিছুটা ইঙ্গিত মিলল তার সতীর্থ ব্রায়ান কাটলাকের থেকে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভানুয়াতু দলের এই অধিনায়ক বলেন, জেসন কামিন্সের মতো ফুটবলার কে পেতে যেকোন দল সর্বদা আগ্ৰহী থাকে। তার মতো খেলোয়াড় কে দলে পেয়ে সবুজ-মেরুন ব্রিগেড যথেষ্ট শক্তিশালী হবে। কামিন্স গোল করতে খুব ভালোবাসে। তাছাড়া গোলের সামনে কেউ তাকে সুযোগ তৈরি করে দিলে তিনি কখনই সেই সুযোগ নষ্ট করেন না। একজন দক্ষ ফিনিশার হিসেবে ও তাকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সুযোগ পেলে যে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন তার ইঙ্গিত দিয়ে গেলেন কামিন্সের এই সতীর্থ ফুটবলার।
বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই পুরোনো দল সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে মাঠে নেমেছিলেন কামিন্স। সেই ম্যাচে হ্যাট্রিক ও করতে দেখা যায় এই অজি তারকা কে। এই চেনা ছন্দ ভারতে ধরে রাখলে প্রতিপক্ষের ফুটবলারদের যে রাতের ঘুম উড়ে যাবে তা কিন্তু বলাই চলে।