আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএল থেকে শুরু করে আইলিগের সমস্ত দলগুলো। প্রথমদিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দল গুলি দলবদলের বাজারে প্রভাব ফেলতে শুরু করলেও সময় এগোনোর সাথে সাথে লড়াইয়ে নামে কলকাতার দুই প্রধান থেকে শুরু করে অন্যান্য দল গুলি। গত কয়েকদিন আগেই অজি তারকা জেসন কামিন্স কে চূড়ান্ত করেছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan )। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন জনতা। এবার দল বদলের বাজারে ফের চমক সঞ্জীব গোয়েঙ্কার দলের।
বিশেষ সূত্র মারফত খবর, আগামী পাঁচ বছরের চুক্তিতে জাতীয় দলের অন্যতম তারকা অনিরুদ্ধ থাপা কে চূড়ান্ত করেছে সবুজ-মেরুন ব্রিগেড। শোনা যাচ্ছে, এই উঠতি প্রতিভা কে দলে টানতে নাকি চেন্নাইন এফসি কে বিরাট অঙ্কের ট্রান্সফার দিতে রাজি হয়েছে কলকাতার এই প্রধান। সেইসাথে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব ম্যানেজমেন্টের থেকে পাওয়ার দরুন নাকি যথেষ্ট খুশি এই তারকা ফুটবলার ও তার এজেন্ট। তাই সব দিক বিচার বিবেচনা করে পালতোলা নৌকা ব্রিগেডেই নাকি আসতে রাজি হয়েছেন তিনি।
একটা সময় এই তারকা ফুটবলার কে দলে পেতে মুম্বাই সিটি এফসির তরফে বিশেষ সক্রিয়তা দেখে গেলেও পরবর্তীতে দৌড়ে এগিয়ে যায় মোহনবাগান। এবার সেখান থেকেই নাকি প্রায় চূড়ান্ত অনিরুদ্ধ থাপা। মূলত দলের মাঝমাঠ কে শক্তিশালী করতেই নাকি এই তরুণ প্রতিভা কে দলে চেয়েছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো বাগান শিবিরে প্রায় নিশ্চিত এই তারকা। মনে করা হচ্ছে দলের মাঝমাঠ সামলানোর পাশাপাশি বিশেষ দায়িত্ব ও পেতে পারেন এই তারকা ফুটবলার।