মোহনবাগানের নামে এবার ফের নয়া রোড, কিন্তু কোথায়?

ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দশকের পর দশক ধরৈ অনস্বীকার্য ভূমিকা পালন করে আসছে কলকাতা ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান। অতীতে কতো গৌরেবের…

Mohun Bagan Football fan

ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দশকের পর দশক ধরৈ অনস্বীকার্য ভূমিকা পালন করে আসছে কলকাতা ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান। অতীতে কতো গৌরেবের সাক্ষী থেকেছে কলকাতার এই তিনটি ক্লাব। ভারতীয় ফুটবলের জগতে প্রত্যেকবার নতুন তারকার জন্ম দিয়েছে এই ত্রয়ী। তবে বর্তমানে পারফরম্যান্সের বিচারে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মোহনবাগান।

গত ফুটবল মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। যা নিয়ে খুশির আবহ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে শুধু ট্রফি জয়ের সেলিব্রেশন ই নয়। পরবর্তীতে শিলিগুড়িতে তাদের নামে বিশেষ রাস্তার ও নামকরন হয়েছে। সমানভাবে গত মরশুমের ধারা বজায় রয়েছে এই মরশুমে। শুরুতেই পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তবে এবার আরও এক নয়া রোডের নামকরণ হতে চলেছে সবুজ-মেরুনকে নিয়ে।

উল্লেখ্য, চলতি বছরের ২রা এপ্রিল মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভিনিউ” বলে চিহ্নিত করা হয়েছে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে। সেইস সময় বাগান সচিব দেবাশীষ দত্ত সহ ক্লাবের কর্মসমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে চালু হয়েছিল সেই রাস্তা। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার আরও এক রাস্তার নামকরণ হতে চলেছে মোহনবাগানের নামে। হ্যাঁ ঠিকই শুনছেন। কিন্তু কোথায় হবে এটি? গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই নিয়ে স্পষ্ট মন্তব্য করেন দেবাশীষ দত্ত।

তিনি জানান, আগামী ৩ তারিখ মোহনবাগানের নামে নতুন রাস্তা পেতে চলেছে দুর্গাপুর। এক্ষেত্রে বহুদিন ধরেই আলোচনা চলছিল ক্লাবের কর্তাদের অন্দরে। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে দিনক্ষণ। আগামী রবিবার সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটের মাথায় উদ্বোধন হবে এই রাস্তা। যতদূর জানা গিয়েছে নিউ দুর্গাপুরের অন্যতম বড় রাস্তার নামকরণ হতে চলেছে “মোহনবাগান অ্যাভিনিউ”। যা নিয়ে খুশি সকলেই। এখন এই দিকেই নজর আপামর বাগান সমর্থকদের।