Panchayat Election: মনোনয়ন সংঘর্ষ রুখতে ১৪৪ ধারা জারি

পঞ্চায়েত নির্বাচনে (panchayat election)  মনোনয়ন জমা দেওয়া নিয়ে সংঘর্ষ চলছে। সেটা আটকাতে সরকারি দফতরের সামনে জারি হচ্ছে ১৪৪ ধারা।   মনোনয়ন জমা দেওয়া ঘিরে জেলায়…

পঞ্চায়েত নির্বাচনে (panchayat election)  মনোনয়ন জমা দেওয়া নিয়ে সংঘর্ষ চলছে। সেটা আটকাতে সরকারি দফতরের সামনে জারি হচ্ছে ১৪৪ ধারা।  

মনোনয়ন জমা দেওয়া ঘিরে জেলায় জেলায় চলছে সংঘর্ষ। অভিযোগ শাসক দল তৃণমূলের তরফে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার। এর জেরে সিপিআইএম, কংগ্রেসর সাথে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। প্রধান বিরোধী দল বিজেপিও বাধা পাচ্ছে। প্রতিক্ষেত্রে অভিযুক্ত টিএমসি।

   

মনোনয়ন ঘিরে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন উঠছে এমন অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার থেকে ফের মনোনয়ন জমার আগে সরকারি দফতরের সামনে জারি হলে ১৪৪ ধারা। থাকবে সশস্ত্র পুলিশ। ১৪৪ ধারা অমান্য করলেই হবে গ্রেফতারি। রাজ্য নির্বাচন কমিশন জারি করেছে এই নিয়ম।

মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে রক্তাক্ত পরিস্থিতি একাধিক জেলায়। মুর্শিদাবাদের পরিস্থিতি সর্বাধিক গরম। এখানে খড়গ্রামে গুলি করে খুন করা হয়েছে কংগ্রেস সমর্থককে। রানিনগর ও ডোমকলে বাম-কংগ্রেসের সাথে টিএমসির সংঘর্ষের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।

কোচবিহারে দিনহাটায় গুলিবিদ্ধ টি়এমসি সমর্থক। যদিও পুলিশের দাবি গুলি চলেনি। বীরভূমে বিজেপি সমর্থকদের উপর হামলা হয়। অভিযুক্ত টিএমসি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, পশ্চিম বর্ধমানের বারাবনি, বাঁকুড়ায় চলে টি়এমসি ও বাম সংঘর্ষ।

আশঙ্কা করা হচ্ছে সোমবার পরিস্থিতি আরও ঘোরালো হতে চলেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস মনোনয়ন জমা শুরু করবে। শাসক দলের গোষ্ঠিবাজিতে উত্তর দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান কমিশন ভোট সুষ্ঠু করতে উদ্যোগ নিচ্ছে। এর পরই জারি হলো ১৪৪ ধারা। বিডিও দফতরগুলির এক কিলোমিটারের মধ্যে কোনওরকম জমায়েত নিষিদ্ধ করা হলো।