শূন্য রানে আউট, ঘরের মাঠে ‘গজব বেইজ্জতি’ বাবরের

বুধবার (২১ অগস্ট) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। কিন্তু, ঘরের মাঠেই চুড়ান্ত ব্যর্থ…

Babar Azam

বুধবার (২১ অগস্ট) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। কিন্তু, ঘরের মাঠেই চুড়ান্ত ব্যর্থ হলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক বাবর আজম (Babar Azam Out)। এই ম্যাচে তিনি চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, নবম ওভারেই শরিফুল ইসলামের বলে তিনি আউট হয়ে যান। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শান মাসুদ বিতর্কিত আউটের শিকার হয়েছিলেন। এরপর ব্যাট করতে নামেন বাবর। কিন্তু, নবম ওভারের দ্বিতীয় বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। এই ম্যাচে বাবর ২ বল খেললেও রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি।

অবিশ্বাস্য ক্যাচ বাংলাদেশী টাইগারের, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না পাক ওপেনার

   

সমর্থকদের প্রত্যাশায় বড় ধাক্কা
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে বাবর আজম প্রায় ২০ মাস পর দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ফের কামব্যাক করলেন। আসলে পাকিস্তান ক্রিকেট দল ইতিপূর্বে ২০২৩ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল। আর সেকারণেই বাবর প্রায় ২০ মাস পর দেশের মাটিতে ফের টেস্ট ক্রিকেট খেলতে নামলেন। কিন্তু, এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। পরিসংখ্যান বলছে, গত তিন বছরে এই প্রথমবার বাবর আজম টেস্ট ক্রিকেটে শূন্য রানে আউট হলেন।

লিটন দাসের মহাকাব্যিক ক্যাচ
এই ম্যাচ শুরু হওয়ার আগেই শরিফুল ইসলাম স্বীকার করেছিলেন যে তিনি বাবর আজমের উইকেট শিকার করতে চান। তাঁর সেই ইচ্ছেটাই অবশেষে পূরণ করলেন লিটন দাস। শরিফুলের লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ঠেকিয়েছিলেন বাবর আজম। এরপর উইকেটের পিছনদিকে বলটা কার্যত উড়ে যায়। এরপর লিটন বাঁদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত একটা ক্যাচ তালুবন্দি করেন।

আউট না নট আউট, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব পাকিস্তান! রইল ভিডিয়ো

টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান করার সুযোগ
তবে বাবর আজমের কাছে আরও একটা ইনিংসের সুযোগ রয়েছে। তিনি এই ম্যাচে এক নয়া কীর্তি স্থাপন করতে পারেন। বাবরের সামনে টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান করার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত তিনি ৫২ টেস্ট ম্যাচের ৯৪ ইনিংসে মোট ৩,৮৯৮ রান করেছেন। যদি দ্বিতীয় ইনিংসে তিনি ১০২ রান করতে পারেন, তাহলে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন। দ্বিতীয় ইনিংসে বাবর কামব্যাক করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।