সমুদ্র সৈকতে ভ্রমণ আর জগন্নাথ (Jagannath) দেবের দর্শন, এই দুই টানেই লক্ষাধিক পুন্যার্থী ভিড় জমান পুরীতে (Puri)। পুরীর প্রসাদ পেতেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন পুন্যার্থীরা।এবার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিনামূল্যে ভক্তদের মধ্যে বিলি করার পথে হাঁটছে ওড়িশা সরকার (Odisa)। সম্প্রতি রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
মোদীর ইউক্রেন সফর, ‘ভারসাম্যে’ই কী ‘ভাবমূর্তি’ পুণরুদ্ধারের চেষ্টা?
পৃথ্বীরাজ বলেন, “পুরীর মন্দিরের মহাপ্রসাদ পেতে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। আমরা শীঘ্রই তাঁদের বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি কি না, তা ভেবে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, সাধারণ দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজারের কাছাকাছি মানুষ ভিড় করেন। আর উৎসব থাকলে প্রতি দিন ভক্তসংখ্যা পৌঁছয় দেড় থেকে দু’লাখে!
আরজি কর কাণ্ডে পাঁচদিনব্যাপী ধর্ণা, স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান বিজেপির
মন্দিরের কর্মীরা জানাচ্ছেন, রীতি অনুযায়ী জগন্নাথকে নিবেদনের যে মহাপ্রসাদ, তা বিক্রির জন্য নয়। কিন্তু সুয়ারা এবং মহাসুয়ারাদের তৈরি মহাপ্রসাদ মন্দিরের ভিতরেই আলাদা করে বিক্রি হয়। এই প্রসাদের দাম নির্ভর করে ভক্তদের সংখ্যা এবং চাহিদার উপর। সরকার উদ্যোগ নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণে মহাপ্রসাদ তৈরি করে ভক্তদের বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারে। কিন্তু ঠিক কী করা হবে, তা এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি।
প্রত্যেকের ফাইল রেডি হচ্ছে, দলের মধ্যে কাদের নিশানা করলেন মদন?
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কারণ এতে বহু দরিদ্রের জন্য উপকার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।