পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের প্রথমদিন একটি চোখ ধাঁধানো ক্যাচ নিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডার জাকির হাসান (Zakir Hasan catch video viral)। আসলে, পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার আবদুল্লাহ শফিক স্লিপের দিকে বলটা ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু, জাকিরের ওই দুর্দান্ত ক্যাচের পর তাঁকে শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
What a catch zakir hasan🙌#PAKvsBAN #BabarAzam𓃵 pic.twitter.com/14FsN3t9dV
— Mr Tajamul (@Tajamul1320) August 21, 2024
স্লিপে দাঁড়িয়ে জাকির কার্যত নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে দেন। এরপর একটি অসম্ভব ক্যাচ তিনি তালুবন্দি করেন। এমনভাবে যে আউট হতে পারেন, সেটা আবদুল্লা শফিকও স্বপ্নে কল্পনা করতে পারেননি। হাসান মেহমুদের একটি ডেলিভারি অফ সাইডে ডাইভ করার চেষ্টা করেন আবদুল্লা শফিক। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লেগে স্লিপে চলে যায়। স্লিপে দাঁড়িয়েছিলেন জাকির। তিনি ডানদিকে ডাইভ দিয়ে অসাধারণ একটা ক্যাচ লুফে নেন। জাকির হাসানের এই ক্যাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শফিক মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
বৃষ্টির কারণে প্রথম টেস্ট ম্যাচ এমনিতেই কিছুটা দেরিতে শুরু হয়। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শান মাসুদ বিশেষ কিছু করতে পারেননি। তিনি মাত্র ৬ রান করে শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান। অন্যদিকে, আবদুল্লাও মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের শুরুটা যে বেশ খারাপই হয়েছিল, তা বলা যেতেই পারে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে। উইকেটে রয়েছেন মহম্মদ রিজওয়ান (৫) এবং সাউদ শাকিল (৪৬)।
পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশ
আবদুল্লা শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মহম্মদ আলি।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশ
নাজমূল হোসেন শান্ত, শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মেহমুদ, নাহিদ রাণা।