পাকিস্তান এবং বাংলাদেশের (Shan Masood out controversy) মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। দুটো ম্যাচই রাওয়ালপিণ্ডিতে আয়োজন করা হবে। ম্যাচের প্রথমদিন ভেজা আউটফিল্ডের কারণে টসে কিছুটা দেরি হয়ে যায়। আর ম্যাচ শুরু হওয়ার পর পাকিস্তানের টপ অর্ডার কার্যত নতিস্বীকার করে। মাত্র ১৬ রানে তারা তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেন। টস জেতার পর নাজমূল শান্তর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেন শরিফুল ইসলাম এবং হাসান মেহমুদ।
প্রথমে হাসান মেহমুদ পাকিস্তানের ওপেনিং ব্যাটার আবদুল্লা শফিকের উইকেট শিকার করেন। তাঁর ক্যাচটি তালুবন্দি করেন জাকির হাসান। এরপর শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শান মাসুদ। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এই ইনিংসে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও রানের খাতা খুলতে পারেননি। তবে ম্যাচের প্রথমদিন যেভাবে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শান মাসুদকে আউট দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
শান মাসুদের আউট নিয়ে বিতর্ক
টস হেরে পাকিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় উইকেট হিসেবে আউট হয়ে যান শান মাসুদ। ম্যাচের প্রথম দিন সপ্তম ওভারের চতুর্থ ডেলিভারিতে তাঁকে ক্যাচ আউট দেওয়া হয়। শর্ট অফ লেংথ ডেলিভারি করেছিলেন শরিফুল ইসলাম। বলটা মাটি স্পর্শ করার পর ভিতরের দিকে এসেছিল।
Out or not out❓
Shan Masood is dismissed by Shoriful Islam.#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/8OgkgQKHPa
— Pakistan Cricket (@TheRealPCB) August 21, 2024
বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন শান মাসুদ। কিন্তু, তিনি সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে যান। বলটা তাঁর প্যাডে লেগে সোজা উইকেটকিপারের দস্তানায় গিয়ে জমা পড়ে। এরপর বাংলাদেশের ক্রিকেটাররা আউটের জোরদার আবেদন করেন। কিন্তু, অনফিল্ড আম্পায়ার প্রথমে নট আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
রিভিউয়ের পর আলট্রা এজে স্পাইক দেখতে পাওয়া যায়। কিন্তু, এই স্পাইকটা আসলে ব্যাটের পাশ দিয়ে বল বেরিয়ে যাওয়ার পরই দেখতে পাওয়া যায়। এরপর তৃতীয় আম্পায়ার শান মাসুদকে আউট দিয়ে দেন। যদিও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতেই হয়।
Shan Masood reaction on the third umpire decision.#PAKvBAN | #PAKvsBAN pic.twitter.com/XCcsf8Nxyg
— 𝙎𝙝𝙚𝙧𝙞 (@CallMeSheri1) August 21, 2024
শান মাসুদ পাকিস্তান ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পর কোচের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেন। ইতিমধ্যে দেখা যায় যে আম্পায়ারের সিদ্ধান্তে তিনি একেবারে খুশি হতে পারেননি। যদি এটা LBW আউট হয়, তাহলে বলটা ইমপ্যাক্ট অফের অনেকটাই বাইরে ছিল। এই পরিস্থিতিতে LBW আউটের কোনও প্রশ্নই উঠতে পারে না।