ATKMB vs FC Goa: তিন পয়েন্ট দখলের লড়াইতে এগিয়ে কে? জানতে হলে পড়তে হবে

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) রবিবার ATKমোহনবাগান খেলতে নামছে এফসি গোয়ার (ATKMB vs FC Goa) বিরুদ্ধে। লিগে তিন পয়েন্ট দখলের লড়াইতে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে…

ATKMB vs FC Goa

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) রবিবার ATKমোহনবাগান খেলতে নামছে এফসি গোয়ার (ATKMB vs FC Goa) বিরুদ্ধে। লিগে তিন পয়েন্ট দখলের লড়াইতে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে সবুজ মেরুন শিবির।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ISL টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দু’দল। মেরিনার্স তিন ম্যাচ জিতেছে, আর একটা খেলা ড্র হয়েছে। চলতি টুর্নামেন্টে সবুজ মেরুন শিবির এগিয়ে এই কারণে যে এফসি গোয়া কখনও ATK মোহনবাগানকে হারাতে পারেনি। শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন একটি মনবীর সিং মেরিনার্সকে ২-০ গোলে জয় এনে দেয়।

তবে এই পরিসংখ্যানের ওপর ভরসা করতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ফেরান্দো আগেই বলেছেন,”প্রতিটি গেম আলাদা। তাই নিজের পুরনো ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে হুয়ান ফেরান্দো কোন স্ট্র‍্যাটেজি নেন তারই অপেক্ষাতে প্রহর গুণছে সবুজ মেরুন ভক্তরা।