ATK Mohun Bagan: হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারের উপর নজর এটিকে মোহনবাগানের

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর বাজারে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে ATK Mohun Bagan হায়দ্রাবাদ এফসির কোনও ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন দীর্ঘ দিন দিন ধরে

Reagan Singh

চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর বাজারে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) হায়দ্রাবাদ এফসির কোনও ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন দীর্ঘ দিন দিন ধরে। শোনা যাচ্ছে সেই ফুটবলার আক্রমণ ভাগের,তা অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার পজিশনের হতে পারে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু এটিকে মোহনবাগানের কি বর্তমানে কোনও অ্যাটাকিং পজিশনের ফুটবলারকে দলে নেওয়ার আদৌও প্রয়োজন আছে? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের যদি কথা বলি,তাহলে সেখানে হুগো বুমোস এবং ফ্রেডরিকো গ‍্যালাগোর মতো ফুটবলার আছে।উইংয়ের কথা বললে আছে কোলাসো, করুনিয়ান এবং তাদের পাশাপাশি চোট সারিয়ে ওঠা মনবীর সিং।এছাড়া উইং পজিশনে নজর কাড়া ফুটবল খেলেছে কিয়ান নাসিরি।তাই ব‍্যক্তিগত ভাবে মনে হয়না কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে এনে অযথা দলে ভিড় বাড়াবে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে এটিকে মোহনবাগানে দরকার আশিস রাই এবং শুভাশিস বোসের একজন ব‍্যাক আপ ফুটবলার। তাই একান্ত যদি হায়দ্রাবাদ এফসির থেকে কোনও ফুটবলার কে এটিকে মোহনবাগানে আনা হয়, তাহলে সেটা রাইট ব্যাক অথবা লেফট ব্যাক পজিশনের কেউ একটি হবে।এক্ষেত্রে একত্রিশ বছর বয়সী ভারতের রাইট ব‍্যাকের ফুটবলার রেগান সিংকে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড।বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলে তেমন একটা গেম টাইম পাচ্ছেন না রেগান সিং।অত‍্যন্ত ভালো মানের একজন ভারতীয় ফুটবলার তিনি।দলে এলে আশিস রাইয়ের বিকল্প হয়ে উঠতে পারে রেগান।