Vishal Kaith: আইএসএলের গোল্ডেন গ্লাভস পেলেন এই সবুজ-মেরুন তারকা

ATK Mohun Bagan goalkeeper Vishal Kaith

গত ওডিশা ম্যাচে বল দখল করতে গিয়ে গুরুতর জখম হন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। যারফলে, মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। যা হইচই ফেলে দিয়েছিল সতীর্থ তারকা থেকে শুরু করে দর্শকদের মধ্যে। তারপর রেফারির নির্দেশে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। কিছুক্ষণ পরে বিশাল নিজেই উঠে চলে যান অ্যাম্বুলেন্সের দিকে। তবে নিজে থেকে মাঠ ছাড়তে না চাইলে ও কোনও রকমের বাড়তি ঝুঁকি নিতে চায়নি এটিকে ম্যানেজমেন্ট। তবে বিশাল মাঠে থাকাকালীন কোনও রকম সুবিধা করতে পারেনি ওডিশার ফুটবলাররা। এবার ফের বাজিমাত বিশালের।

আরও পড়ুন:  Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার

   

এবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস পেলেন এই সবুজ-মেরুন তারকা। পরিসংখ্যান বলছে, গোটা টুর্নামেন্ট জুড়ে সব থেকে বেশি ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন বাগানের এই তিন কাঠির প্রহরী। সব মিলিয়ে তার ক্লিন শিটের সংখ্যা ১০ টি। তার থেকে সামান্য দূরে রয়েছেন মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফুরবা লাচেনপা। সব মিলিয়ে যার ক্লিনশিটের সংখ্যা ৭টি। অতএব এরপর আরো দুটি ম্যাচে ক্লিনশিট পেলেও বিশালের থেকে দূরেই থাকবেন তিনি। সেক্ষেত্রে ১টি ক্লিনশিটের পার্থক্য দেখা দিতে পারে।

আরও পড়ুন : ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের

তাই সবদিক বিচার বিবেচনা করেই বিশাল কাইথ কে মনোনীত করা হয়। যা দেখে খুশি সবুজ-মেরুন শিবির। উল্লেখ্য, গত ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর হাসপাতালের বেডে শুয়েই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে জীবন থাকতে মাঠে নেমে লড়াই করার কথা শোনা গিয়েছিল তার মুখ থেকে। যা উদ্বুদ্ধ করেছিল আপামর এটিকে মোহনবাগান সমর্থকদের।

আরও পড়ুন : Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার

তবে আসন্ন ৯ তারিখ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তার সেমিফাইনাল খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সেই চোটের পর হাসপাতাল থেকে স্ক্যান করে সমস্ত কিছু ক্ষতিয়ে দেখেই কিছুদিন বিশাল কে বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিল চিকিৎসকরা। তাই সেমির প্রথম লেগে কোচ আদৌ তাকে মাঠে নামান কিনা এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন