ATK Mohun Bagan: ‘ফাঁকা মাঠে’ গোল দিয়ে আহ্লাদে ‘আট’ খানা মোহনবাগান

পেত্রাতোসের জোড়া গোলে জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ পাশাপাশি ডার্বির ইতিহাসে পরপর আটবার ইস্টবেঙ্গলকে হারাল তাঁরা৷

ATK Mohun Bagan

ইস্টবেঙ্গল সমর্থকদের ডাকা বয়কটে প্রভাব পড়েছিল শনিবারের ডার্বিতে। দর্শকাসনে সেভাবে দেখা মেলেনি দর্শকদের উপস্থিতি৷ কিন্তু বাড়তি উত্তেজনায় ফুঁটছিল উভয় পক্ষ৷ আইএসএলের চিত্রনাট্য আগে থেকে সাজানো হলেও এদিনের ম্যাচ টার্নিং পয়েন্ট হল মোহনবাগানের জন্য৷ স্লাভকো এবং পেত্রাতোসের জোড়া গোলে জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ পাশাপাশি ডার্বির ইতিহাসে পরপর আটবার ইস্টবেঙ্গলকে হারাল তাঁরা৷

প্রথম থেকেই টানটান উত্তেজনাপূর্ণ ছিল ডার্বির ম্যাচ৷ প্রথম একাদশের একাধিক খেলোয়াড়রা না থাকার দরুন সমস্যা যে সবুজ মেরুনের হচ্ছিল, তা বোঝাই যাচ্ছিল। কিন্তু আক্রমণে বিন্দুমাত্র কমতি রাখেনি তাঁরা। চেষ্টা চালিয়ে যায় ইস্টবেঙ্গলও। কিন্তু একটিও গোল দেখতে না পেয়ে নিরাশ হন উভয় দলের সমর্থকরাই।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় দারুণ সুযোগ ছিল সবুজ মেরুনের জন্য। আশিকের লম্বা পাসে গোলের সুযোগ ছিল পেত্রাতোসের। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। পরে ৬১ মিনিটের মাথায় ভিপি সুহের বাড়ানো পাসে সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের জেক জার্ভিস। কিন্তু সেটাও হাতছাড়া হয়। এরপর আর ইস্টবেঙ্গলকে সুযোগ দেয়নি এটিকে মোহনবাগান।

৬৮ মিনিটের মাথায় কর্নার থেকে শট নেন পেত্রাতোস। ব্যাক হিল করে পাস বাড়ান মনবীর সিং৷ স্লাভকোর হেডে প্রথমে বারে লেগে বল ফিরে আসে। দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করেননি। সোজা জালে বলটি জড়িয়ে দেয়। মোহনবাগানের অসাধারণ ছন্দ দাঁড়িয়ে দেখল ইস্টবেঙ্গল৷

৬৮ মিনিটের মাথায় কর্নার থেকে শট নেন পেত্রাতোস। ব্যাক হিল করে পাস বাড়ান মনবীর সিং৷ স্লাভকোর হেডে প্রথমে বারে লেগে বল ফিরে আসে। দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করেননি। সোজা জালে বলটি জড়িয়ে দেয়। মোহনবাগানের অসাধারণ ছন্দ দাঁড়িয়ে দেখল ইস্টবেঙ্গল৷ তবে শেষ মুহুর্তে চমক দেখালেন পেত্রাতোস। তাঁর দুরন্ত গোলে জয় নিশ্চিত করল মোহনবাগান।

একাধিক খেলোয়াড়ের প্রথম একাদশের না থাকাটাই চিন্তার কারণ ছিল এটিকে মোহনবাগানের জন্য৷ কিন্তু জেতার জন্য মরিয়া ছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। মুম্বইকে হারানোর পর ইস্টবেঙ্গলকে মোটেই ছোট করে দেখছিলেন না তিনি৷ কলকাতা ডার্বির মতো বড় ম্যাচে জয় আগামী দিনে দলকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা৷

অন্যদিকে, মোহনবাগানের বিরুদ্ধে ফের হারের পর দল নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল? নাকি আরও একবার স্টিফেন কনস্টান্টাইনের পর নতুন কাউকে দলের দায়িত্ব তুলে দেবেন ক্লাব কর্তারা? স্টিফেনের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রশ্ন ঘোরাফেরা করছে।