ATK Mohun Bagan: অতিরিক্ত সময়ের আগেই জয় নিশ্চিত করবে টিম, আত্মবিশ্বাসী ফেরেন্দো

1339
ATK Mohun Bagan coach Juan Ferrando Kolkata 24x7 bengali news
Advertisements

পূর্ব পরিকল্পনা মতো আইএসএলের সেমিফাইনালে হায়দরাবাদকে (Hyderabad FC) নিজামের শহরেই আটকে দিয়েছিল হুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) ছেলেরা। তবে এই নিয়ে খুব একটা খুশি ছিলেন না মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ। কারন ম্যাচে একাধিকবার প্রীতম-লিস্টনরা সহজ সুযোগ নষ্ট না করলে অনায়াসেই জিতে মাঠ ছাড়তে পারত সকলে। আগামীকাল আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

আরও পড়ুন: ATK Mohun Bagan: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য দল ঘোষণা করল মোহনবাগান

Advertisements

এবার ঘরের মাঠেই জুয়েল-ওগবেচেদের বিরুদ্ধে লড়াই করবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ চাপমুক্ত থাকতে দেখা গেল বাগানের হেডস্যার কে। সেই পুরোনো কথাই আবার তুলে ধরলেন স্প্যানিশ কোচ। তার কথায়, এটিকে মোহনবাগান অতিরিক্ত সময়ের জন্য খেলে না। সেকারণে তার কাছে নির্ধারিত নব্বই মিনিট যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মধ্যেই ম্যাচ নিজেদের আয়ত্তে আনার পরিকল্পনা থাকবে তার দলের খেলোয়াড়দের।

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

পাশাপাশি আজ সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে দেখা যায় তারকা মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ কে। তিনি বলেন, হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী দল। সেই সাথে ওরা গতবার আইএসএলের বিজয়ী হয়েছে। তাছাড়া ওদের দলে প্রচুর শক্তিশালী তারকা ফুটবলার রয়েছে। তবে, আমাদের তরফ থেকেও পুরো চেষ্টা থাকবে। শেষ মিনিট অব্দি এটিকে মোহনবাগান মাঠে লড়াই করবে।

আরও পড়ুন: Juan Ferrando: হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করার কারণ সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহনবাগান কোচ

উল্লেখ্য, গত সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছে হায়দরাবাদ এফসি। বারংবার সবুজ-মেরুন রক্ষনে ফাঁটল ধরানোর চেষ্টা করা হয় তাদের তরফে। যদিও শেষ পর্যন্ত প্রীতমদের অনবদ্য ডিফেন্সের সামনে থামতে হয়েছে তাদের। একই রকম ভাবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলেছে সবুজ-মেরুন ফুটবলাররা। তবে শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে দুই পক্ষই।

আরও পড়ুন: ওগবেচেকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান, নতুন পরিকল্পনা বাগান কোচের?

তবে গত ম্যাচে আশিকের মতো ভরসাযোগ্য উইঙ্গার কে না পাওয়ায় উইং সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছিল ফেরেন্দো ব্রিগেড কে। তাছাড়া সক্রিয় স্ট্রাইকারের অভাব অনেক আগে থেকেই ছিল বাগান শিবিরে। বুমোস-দিমিত্রির মতো তারকারা দলে থেকে বল বিপক্ষের জালে জড়ালে ও আদতে কেউই তারা স্ট্রাইকার নন। সেইসাথে চোট আঘাত সমস্যা প্রচন্ড ভাবাচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কে। আদৌ কি কাল মাঠে নামবে আশিক? তা এখনো জানা যায়নি।

Advertisements