Sikkim: সিকিমে তুষার সরিয়ে পর্যটক উদ্ধারে সেনা

তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার চলছে। সিকিমে (Sikkim) ঘুরতে গিয়ে চলতি বছরে এ রাজ্যে সর্বাধিক তুষারপাতের কবলে পড়েছে হাজার খানেক পর্যটক। চিন সীমান্ত লাগোয়া এলাকায়…

sikkim indian army kolkata 24x7

তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার চলছে। সিকিমে (Sikkim) ঘুরতে গিয়ে চলতি বছরে এ রাজ্যে সর্বাধিক তুষারপাতের কবলে পড়েছে হাজার খানেক পর্যটক। চিন সীমান্ত লাগোয়া এলাকায় ছাঙ্গু সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকরা শনিবার থেকে আটকে। তাদের উদ্ধার করতে নেমেছে সেনাবাহিনী।

সিকিম সরকার জানিয়েছে, চলতি বছরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে শনিবার। এর জেরে নাথু লা সীমান্তের কাছে জওহরলাল নেহরু সড়কে আটকে পড়ে পর্যটক বোঝাই শতাধিক গাড়ি। প্রাথমিকভাবে কিছু পর্যটক বরফ নিয়ে খেলতে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এদিকে বিরুপ প্রকৃতি। অনবরত তুষারপাতের কারণে রাজধানী গ্যাংটকের সাথে নাথু লা সীামান্তের সড়ক সংযোগ বন্ধ হয়ে যায়। অন্তত ১০০টি গাড়ি রাস্তার উপর সার সার আটকে পড়েছে। পরে তাদের অতি সাবধানতার সাথে নামানো শুরু হয়। সিকিম সরকার জানিয়েছে, পর্যটকরা নিরাপদে আছেন।

সিকিম পুলিশ জানিয়েছে, আটকে পড়া গাড়িগুলিকে নিচে নাময়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বরফ সরানোর জন্য বিশেষ গাড়ি পাঠানো হয়েছে। তাঁদের উদ্ধারে বিরুপ প্রকৃতি বেগ দিচ্ছে। শনিবার থেকে সিকিমের উত্তরাং থেকে গ্যাংটক বিচ্ছিন্ন। ভয়ঙ্কর তুষারপাতে ছাঙ্গু লেকে আটকে শতাধিক পর্যটকদের গাড়ি।

সিকিমে তুষারপাতের কারণে উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় গরম নেই। বরং শীতের অনুভূতি। আলিপুর আবহাওয়া বিভাগ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।