ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন-IFA সচিব

এআইএফএফ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলার প্রাক্তন ফুটবলার কল্যান চৌবে, প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ফেডারেশনের মসনদে এই প্রথমবার কোনও বাঙালি। তাও আবার প্রাক্তন ফুটবলার। যেহেতু ফেডারেশনের সভাপতি…

Kalyan Chaubey

এআইএফএফ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলার প্রাক্তন ফুটবলার কল্যান চৌবে, প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ফেডারেশনের মসনদে এই প্রথমবার কোনও বাঙালি। তাও আবার প্রাক্তন ফুটবলার। যেহেতু ফেডারেশনের সভাপতি বাঙালি, তাই সভাপতি থেকে অনেক কিছুই আশা করছে আইএফএ (IFA)৷ 

কল্যাণ চৌবে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘দিল্লি গিয়েছিলাম, নতুন সভাপতির সঙ্গে দেখা হয়েছে। আমি উনাকে অভিনন্দন জানিয়ে এসেছি।কল্যাণ বাবু বলেছেন, বাংলা ফুটবলের স্বার্থে পুরোপুরি সাপোর্ট করবেন। কল্যাণ বলেছেন, আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সাহায্য করবেন তিনি।’

   

পাশাপাশি আইএফএ সচিব বলেছেন, ‘ফেডারেশন সচিব আমাদের কাছে প্রস্তাব চেয়েছেন । আমাদের কী কী চাহিদা রয়েছে এবং আমারা কী ভাবনা চিন্তা করছি সেই প্রস্তাবগুলো উনাকে পাঠাতে হবে। সম্পূর্ণ প্রপোজাল খতিয়ে দেখার পর কল্যাণবাবু আমাদের সাহায্য করবেন কথা দিয়েছেন।’ একইসঙ্গে তিনি বলেছেন কলকাতা লিগের খেলা চলছে । ডুরান্ডের ক্রীড়া সূচি দেখার পর পরবর্তী ক্রীড়া সূচির ঘোষণা করবেন তারা।

এই প্রসঙ্গে সচিব বলেন, ‘আমরা ক্রীড়া সূচি দেখার পর কলকাতা নিজের ফাইনাল ক্রীড়া সূচি ঘোষণা করব।তবে যতক্ষণ না ডুরান্ডের ফাইনাল সূচি হচ্ছে ততক্ষণ আমরা কিছু ঘোষণা করতে পারছি না। তবে দ্রুত এ বিষয়ে নিষ্পত্তি হবে বলে মনে করছি।’