Qatar WC: পায়ে পায়ে ঘুরবে বিশ্বজয়ের বল আল হিলম, বাংলায় নাম ‘স্বপ্ন’!

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: স্বপ্নকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাও! এমনই বার্তা দিয়ে কাতার বিশ্বকাপের (Qatar WC) সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য নতুন বল উন্মোচিত…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: স্বপ্নকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাও! এমনই বার্তা দিয়ে কাতার বিশ্বকাপের (Qatar WC) সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য নতুন বল উন্মোচিত হয়েছে। বলটির প্রস্তুতকারী সংস্থা এডিডাস জানিয়েছে নতুন এই বলটির নাম (Al Hilam) ‘আল হিলম’।

টানা দু’দশক কাতারে থাকার সুবাদে ‘আল হিলম’ শব্দের সরাসরি আরবি মানে ধরে এই বলটির বাংলা নাম অনুবাদ করলাম আমাদের বাংলাভাষী পাঠকদের জন্য-স্বপ্ন।

   

এডিডাসের বিবরণীতেও এরকমই কিছুটা ইঙ্গিত মিলছে। দোহায় সাংবাদিক সম্মেলনে বিশ্ববিখ্যাত সংস্থার তরফে জানানো হয়েছে, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন বলে। ‘আল হিলম’ বলে লাথি মেরেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে দলগুলো।

এডিডাস কর্তৃপক্ষ জানাচ্ছে, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ইতিহাসে ‘আল হিলম’ হলো প্রথম বল যেটি শুধু তরল কালি ও আঠা দিয়ে তৈরি। বলে সুক্ষ্ম ত্রিভুজ আকার আছে। এতে কাতারের পতাকার রং মেশানো। আর কিছুটা সোনালি আভা রয়েছে। এই রঙের মানে হলো, বিশ্বকাপের সোনালি ট্রফি আর দোহার মরুভূমি।

আরও জানানো হয়েছে, প্রযুক্তির ছোঁয়ায় মোড়ানো থাকবে আল হিলম বল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাথে সরাসরি সংযোগ থাকবে বলটির।

দেখতে দেখতে শেষের দিকে চলে আসছে কাতারের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। নজিরের পর নজির, বিতর্কের আবহে মোড়া আরব বিশ্বের প্রথম বিশ্বকাপ এবার সেমিফাইনাল থেকে আরও মরিয়া লড়াইয়ের মুখোমুখি হবে। মহাদেশ নিরিখে দুটি ইউরোপীয়, একটি আফ্রিকা ও একটি দক্ষিণ আমেরিকার দেশের মধ্যে এবার মূল লড়াই। পায়ে পায়ে দৌড়বে বিশ্বজয়ের ‘স্বপ্ন’-আল হিলম।