বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মোহনবাগান (Mohun Bagan SG) দলে যোগ দিলেন ভারতীয় তারকা আকাশ মিশ্র। যতদূর জানা গিয়েছে, হায়দরাবাদ এফসি থেকে এক বছরের জন্য কলকাতার এই প্রধানে যোগ দিচ্ছেন আকাশ।
পরবর্তীতে এই দলের সঙ্গেই পূর্নাঙ্গ চুক্তি করবেন তিনি। গত আইএসএল মরশুম শেষ হওয়ার পর থেকেই একাধিক ক্লাবের নজর ছিল এই তরুণ লেফট ব্যাকের দিকে। যাদের মধ্যে চেন্নাইন এফসি থেকে শুরু করে এফসি গোয়া ও মোহনবাগান। শেষ পর্যন্ত সবাই কে চমকে আকাশ মিশ্রাকে দলে টেনে নিল সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন: NextGen Cup: ফের ধাক্কা, এবার বেঙ্গালুরুর কাছে আটকে গেল মোহনবাগান
বলাবাহুল্য, গত মরশুমে ওগবেচে ও রোহিত দানুর পাশাপাশি হায়দরাবাদ দলের অন্যতম শক্তি ছিলেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষের আক্রমণ আটকে দিয়েছেন অতি সহজেই। এমনকি হায়দরাবাদ দলের সেমিফাইনাল খেলার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকা ফুটবলারের। তাই মরশুমের শেষ থেকেই একের পর এক ক্লাবের প্রস্তাব আসতে তার কাছে।
শেষ পর্যন্ত মোহনবাগান কেই বেছে নিলেন তিনি। যারফলে, আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতেই খেলতে দেখা যাবে আকাশ মিশ্রাকে। কিন্তু তার আগমনের ফলে দলের আরেক তারকা ফুটবলার শুভাশিস বোসকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পতাকা কিংবা স্কাফ নিয়ে ঢোকা যাবে না ইডেনে, কিন্তু কেন?
আকাশ দলে আসার ফলে আগামী মরশুমে প্রথম একাদশে শুভাশিসের স্থান পাওয়া কার্যত অসম্ভব। তাহলে কি দল ছাড়বেন শুভাশিস? সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আসন্ন আইএসএল মরশুমে আর হয়ত সবুজ-মেরুনে থাকা হবে না এই বাঙালি ফুটবল তারকার।