Delhi: যৌন হেনস্থার অভিযোগে ধর্ণা মঞ্চে পুলিশ-কুস্তিগীর মল্লযুদ্ধ

ধর্মীয় রীতি সহ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর জেরে বিতর্ক বাড়ছে। আর এমন দিনেই দিল্লিতে (Delhi) যৌন হেনস্থার অভিযোগে মহিলা কুস্তিগীরদের…

Delhi Police Wrestlers

ধর্মীয় রীতি সহ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর জেরে বিতর্ক বাড়ছে। আর এমন দিনেই দিল্লিতে (Delhi) যৌন হেনস্থার অভিযোগে মহিলা কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে পুরুষ কুস্তিগীরদের প্রতিবাদ সমাবেশ ভেঙে দেওয়ার অভিযোগে সরগরম দেশ।

নিজেদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগীররা। নয়া সংসদ ভবনের সামনে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’ বসানো হবে বলে জানিয়ে ছিলেন ভিনেশ ফোগট সহ অন্যান্য কুস্তিগীররা। সেইমতো এদিন তাঁরা সেখানে উপস্থিত হলে তাদের বাধা দেওয়া হয়। যন্তর মন্তরের সামনে প্রতিবাদী কুস্তিগীর ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ বাধে। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটকও করেছে পুলিশ।

   

প্রসঙ্গত, আগেই এইদিন বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত, কৃষক ও কুস্তিগীররা। আন্দোলনকারীদের দাবি ছিল, শান্তিপূর্ণ মিছিল করবেন তাঁরা।

এদিন নতুন সংসদ ভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এরপরই বেঁধে যায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় ব্যারিকেডও।

রবিবার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও হরিয়ানার সীমানা অঞ্চল। ভিনরাজ্য থেকে কৃষক ও অন্যরা যাতে বিক্ষোভ দেখাতে যাতে প্রবেশ না করতে পারেন তা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের বলে মনে করা হচ্ছে।