Avalanche: পাকিস্তানে ভয়াবহ তুষারধসের বলি ১১ যাযাবর

ভয়াবহ তুষারধসের (Avalanche) কবলে পাকিস্তান। মৃত্যু হয়েছে ১১ জন যাযাবরের। ঘটনাটি ঘটেছে উত্তর পাকিস্তানে। আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি চার বছরের…

ভয়াবহ তুষারধসের (Avalanche) কবলে পাকিস্তান। মৃত্যু হয়েছে ১১ জন যাযাবরের। ঘটনাটি ঘটেছে উত্তর পাকিস্তানে। আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি চার বছরের শিশু।

প্রাকৃতিক বিপর্যয়ে বরফের নিচে চাপা পড়ে মৃত্যুর পর উদ্ধারকাজ শুরু করে দেয় স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

অন্তত ২৫ জঙ্কের উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াভহ তুষারধসের ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ টি গবাদি পশুর।

শনিবার পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে ধস নামে। এই দুর্যোগে নিজেদের বাঁচাতে না পেরে বরফের নিচে চাপা পড়ে যান অনেকেই।

সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, গিলগিট-বালটিস্তান অঞ্চলের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সংযোগ রক্ষাকারী অঞ্চলেই হঠাৎ নামে ধস। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে স্থানীয় প্রশাসন ছাড়াও উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিবৃতি দিয়ে জানিয়েছেন “জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।“