East Bengal FC: ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

দেরিতে হলেও আশার আলো রয়েছে। জল্পনা যদি সত্যি হয়, তাহলে একের পর এক চমক দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। বিনিয়োগকারী কোম্পানি ইমামির (Emami)…

East Bengal Football Club supporters showing their passion and love for the team

দেরিতে হলেও আশার আলো রয়েছে। জল্পনা যদি সত্যি হয়, তাহলে একের পর এক চমক দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। বিনিয়োগকারী কোম্পানি ইমামির (Emami) সঙ্গে সই মিটে যাওয়ার পরেই দল গঠনের কাজে কর্তারা নামবেন বলে আশা করা হচ্ছে।

ঘরোয়া ফুটবলার, বিদেশি ফুটবলার, কোচ এবং কোচিং স্টাফ নিয়োগ করতে হবে ক্লাবকে। বেশ কিছু দিন হলে ভারতে ট্রান্সফার উইন্ডো (Transder Window) খুলে গিয়েছে। প্রত্যেক ক্লাবই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে একাধিক সই সংবাদ পাওয়া গিয়েছে। কিছু সই হবে হবে করছে।

এমন পরিস্থিতিতে লাল হলুদ সমর্থকদের আশঙ্কা, ইস্টবেঙ্গল কর্তারা আদৌ ভালো গঠন করতে পারবেন তো, নাকি গতবারের মতোই অপেক্ষা করে রয়েছে লজ্জার মরসুম। ক্লাবের বাইরে চলা গুঞ্জন অনুযায়ী, ইস্টবেঙ্গল-ইমামির যৌথ উদ্যোগের বাজেটটা নেহাত কম হচ্ছে না। বরং ইন্ডিয়ান সুপার লিগের অনেক দলকেই টেক্কা দিতে পারে। ময়দানে কানাঘুষো, ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট এটিকে মোহন বাগানের বাজাটের সমান হতে পারে। কিংবা মুম্বই সিটি এফসির বাজেটের কাছাকাছি হতে পারে।

এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে ট্রান্সফার উইন্ডোকে দারুণভাবে কাজে লাগাতে পারে ক্লাব। ঠিকঠাক টাকা খরচ করলে কলকাতায় আসতে পারেন একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার। কোচিং স্টাফেদের জন্যও বাজেটে একটা বড় অংশ বরাদ্দা করা হতে পারে।