বাইরে যাবেন? ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

  ফের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে গুজরাট রাজ্য, কোঙ্কন ও গোয়া,…

 

ফের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে গুজরাট রাজ্য, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম, তেলঙ্গানা, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তর কর্ণাটক, কেরালা ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

বাংলার ক্ষেত্রেও সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও তা দুর্বল রয়েছে, ফলে আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে জুনের শুরুতে মুম্বই শহরে বৃষ্টির দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে কিছুটা বৃষ্টি দেখা গিয়েছে। মাসের শেষের দিকে বেশ ভাল ভাবে সঞ্চালিত হয়েছিল যেখানে শহরে কিছু ভারী বৃষ্টিপাত হয়েছে।

জুলাই মাসে এখন পর্যন্ত সান্তা ক্রুজে ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।