Birbhum: বীরভূম বোমা-ভূম! ফের বিপুল বিস্ফোরক উদ্ধার

৭ দিনে বীরভূম থেকে উদ্ধার পাহাড় সমান বোমা-গুলি। লাভপুর থেকে নানুন, বগটুই থেকে তারাপীঠ। ১৫ জায়গা থেকে বোমা-গুলি উদ্ধার করেছে পুলিশ। ফের বোমা উদ্ধার বীরভূমের…

Crude Bombs

৭ দিনে বীরভূম থেকে উদ্ধার পাহাড় সমান বোমা-গুলি। লাভপুর থেকে নানুন, বগটুই থেকে তারাপীঠ। ১৫ জায়গা থেকে বোমা-গুলি উদ্ধার করেছে পুলিশ।

ফের বোমা উদ্ধার বীরভূমের মুরারইয়ে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা
এদিন মুরারই থানার বাঁশলই নদীর পাড়ে একটি হলুদ রঙের প্লাস্টিকের ড্রামে ২০টির বেশি বোমা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ২৭ মে লাভপুরের দরবারপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রের পাশ থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। বগটুইয়ে উদ্ধার ৫ বালতি তাজা বোমা। নানুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র।

গত ২৬ মে নলহাটির লস্করপুরে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। তারাপীঠের নুরুদ্দিপুর গ্রাম থেকেও বালতি ভর্তি বোমা উদ্ধার হয়। নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়িতে উদ্ধার প্রচুর বিস্ফোরক।

২৫ মে লোকপুর থানার বারাবন জঙ্গলে ২২টি তাজা বোমা উদ্ধার। কাঁকরতলা থেকে উদ্ধার ১২টি তাজা বোমা। ২৩ মে কাঁকরতলা থেকে উদ্ধার ২০০ তাজা বোমা। নানুরে উদ্ধার ড্রাম ভর্তি বোমা। ২২ মে, দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রামে তৃণমূল নেতা শেখ শফিকের বাড়িতে বড়সড় বিস্ফোরণ হয়।

উল্লেখ্য, বীরভূম তৃণমূল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করতেই বোমা-বারুদের খোঁজ করছে পুলিশ। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে আক্রমণ শানিয়ে বলেন, “বোমার তো এটা কেন্দ্রভূমি। এখানের পরমাণু বিজ্ঞানী অনুব্রত মণ্ডল তো এখন তিহাড়ে বন্দি।”