আজ বাড়বে অস্বস্তি, সোমবার থেকে তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং যত বেলে বাড়বে তত বাড়বে গরম। শুধূ গরমই না, বাড়বে অস্বস্তি। তার কারণ জলীয়…

Summer Sun

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং যত বেলে বাড়বে তত বাড়বে গরম। শুধূ গরমই না, বাড়বে অস্বস্তি। তার কারণ জলীয় বাস্পের উপস্থিতি। তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায়।

হাওয়া অফিস সূত্রে খবর আজ রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৩৩.৭ ডিগ্রি (সর্বোচ্চ)। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৬৯ থেকে ৯০ শতাংশ।

এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্বাভনা আছে।

অপরদিকে উত্তরের পার্বত্য জেলাগুলোয় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী সপ্তাহে পশ্চিমের জেলাগুলোতেও ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি লু-ও বইতে পারে। রাজ্যজুড়ে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা সামনের সপ্তাহে।