Panchayat Polls: পঞ্চায়েত ভোটের তারিখ না দিলে নির্বাচন কমিশন ঘেরাও: সেলিম

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Polls) কবে? উত্তর নেই কারোর কাছে। তবে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছে শাসক দল তৃ়ণমূল কংগ্রেস। চলছে নবজোয়ার কর্মসূচি।

MD Salim

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Polls) কবে? উত্তর নেই কারোর কাছে। তবে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছে শাসক দল তৃ়ণমূল কংগ্রেস। চলছে নবজোয়ার কর্মসূচি। বিরোধী দল বিজেপি পঞ্চায়েত নিয়ে তথৈবচ বলে সাংগঠনিক রিপোর্ট পাঠিয়েছে সংঘ পরিবার। রিপোর্টে বলা হয়েছে সিপিআইএমের জমি ফের জমাট। কংগ্রেসও শক্তি বাড়িয়েছে। তবে ভোট কবে তা নিয়ে নিরুত্তর রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: West Bengal: পথের কাঁটা সিপিএম, পঞ্চায়েতে বিজেপির ভরাডুবি রিপোর্ট পাঠাল সংঘ

রাজ্যে পঞ্চায়েত ভোটের তারিখ কবে? এই প্রশ্নের উত্তর না দিলে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এমনই হুঁশিয়ারি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিন বলেছেন ‘সংবিধানে স্পষ্ট করা রয়েছে পাঁচ বছরের মধ্যে হতে হবে পঞ্চায়েত নির্বাচন। এ রাজ্যে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পঞ্চায়েত ভোট ঘোষণা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।’

আরও পড়ুন: Egra Blast: মমতার এগরা সফরের মাঝেই বাম মিছিলে উত্তাল এগরা

সেলিমের হুঁশিয়ারি দেওয়া পোস্টে তীব্র আলোড়ন পড়েছে। শনিবার তাঁর জনসভা ছিল নদিয়ার বেথুয়াডহরিতে। সেখানে জনসমাগম উপচে পড়ে। তাৎপর্য শনিবার পশ্চিম মেদিনীপুরে শালবনীর নবজোয়ার কর্মসূচি থেকে মু়খ্যমন্ত্রী ও তৃ়ণমূল কংগ্রেস নেত্রী প্রয়াত সুব্রত মুখার্জির নাম করে বলেন সিপিএমকে সপ্তাহে একদিন করে পেটাই করা দরকার। তাঁর এই মন্তব্য হুঁশিয়ারি বলেই ধরে নিয়েছে সিপিআইএম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পঞ্চায়েত ভোটে সিপিআইএমকেই মূল প্রতিপক্ষ বলে ধরে নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: মমতার মুখে ‘সিপিএমকে পেটাই দেওয়া’ মন্তব্য, সেলিমের সভায় জনজোয়ার

পঞ্চায়েতে ভোটের আগে জেলায় বামফ্রন্টের মিছিলে ভিড় দেখা যাচ্ছে তাও স্বীকার করেছেন তৃ়ণমূল নেতারা। একাধিক জেলায় তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদানের বিষয়টিও মেনে নিচ্ছেন শাসক দলের নেতারা।