মমতার মুখে ‘সিপিএমকে পেটাই দেওয়া’ মন্তব্য, সেলিমের সভায় জনজোয়ার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের (TMC) জনসভা থেকে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি নাম নিয়ে সিপিআইএমকে (CPIM) পোটানোর হুঁশিয়ারি দিলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৃ়ণমূল…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের (TMC) জনসভা থেকে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি নাম নিয়ে সিপিআইএমকে (CPIM) পোটানোর হুঁশিয়ারি দিলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৃ়ণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেন মমতা। তিনি বলেছেন, ‘সুব্রতদা বলেছিলেন, সপ্তাহে একদিন ধরে সিপিএমকে পেটাই দেওয়া উচিত। কথাটা আমার মনে পড়ে, কিন্তু আমরা কাউকে মারব না, পাপের মার এমনিতেই হবে।’

মমতার সফরের আগে জঙ্গলমহল গরম হয়ে যায় শুক্রবার। ঝাড়গ্রামে তৃ়নমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কুড়মি বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটে। পরে কুড়মি সমাজ এই বিক্ষোভের দায় নিতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে জঙ্গলমহলের আরেক জেলা পশ্চিম মেদিনীপুরে পূর্বঘোষিত সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সিপিআইএমকে নিশানা করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পঞ্চায়েত ভোটে সিপিআইএমকেই মূল প্রতিপক্ষ বলে ধরে নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও বিধানসভায় বিজেপি প্রধান বিরোধী দল। তবে গত পুরভোট থেকে রাজ্যে বিরোধী ভোটের হাওয়া ঘুরেছে বাম শিবিরে। একাধিক জেলায় তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান চোখে পড়ার মতো।

পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে মমতা প্রয়াত সুব্রত মুখার্জির নাম করে সপ্তাহে একদিন ধরে সিপিএমকে পেটাই দেওয়া উচিত বলে ভাষণ দেন।

অন্যদিকে নদিয়ার বেথুয়াডহরিতে বিরাট জনসভা থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরাসরি শাসক দলকে নিশানা করেন। তিনি বলেন, চোর তাড়াও বাংলা বাঁচাও। সেলিমের ভাষণ শুনতে বেথুয়াডহরিতে জনজোয়ার তৈরি হয়। সমাবেশ থেকে তৃ়ণমূল কংগ্রেস সরকারকে দুর্নীতিগ্রস্থ বলেছেন মহ. সেলিম।

সিপিআইএম নদিয়া জেলা কমিটির উদ্যোগে ‘গ্রাম জাগাও, চোর তাড়াও’ স্লোগান দিয়ে নাকাশিপাড়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির ডাকে বেথুয়াডহরিতে সমাবেশ হয়। পঞ্চায়েত ভোটের আগে জেলায় একের পর এক কৃষি সমবায় সমিতিতে বামফন্টের জয় ও তৃণমূল ত্যাগ হচ্ছে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।