Transfer News: বেঙ্গালুরু এফসি ছাড়লেন প্রাক্তন মোহনবাগান তারকা প্রবীর দাস

Transfer News: কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। যারফলে এখন লম্বা ছুটি কাটাচ্ছেন সমস্ত ফুটবল তারকারা। তবে এখন থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের ক্লাব গুলি।

Prabir-Das1

Transfer News: কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। যারফলে এখন লম্বা ছুটি কাটাচ্ছেন সমস্ত ফুটবল তারকারা। তবে এখন থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের ক্লাব গুলি।

বর্তমানে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে টেনে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। সকলেই রয়েছে এই লড়াইয়ে। এবার সকলকে চমকে দিয়ে দেশের এক তারকা ফুটবলার কে দলে টেনে নিল ইভান ভুকোমানোভিচের কেরালা।

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী মরশুমের জন্য বেঙ্গালুরু এফসি থেকে এবার প্রবীর দাসকে (Prabir Das) ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। শুনতে লাগছে? তবে এটাই সত্যি। আগামী মরশুমে কেরালার জার্সি পড়েই মাঠে খেলবেন এই তারকা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। শেষ আইএসএল মরশুমের পাশাপাশি সুপার কাপে ও সাইমনের নেতৃত্বে বেঙ্গালুরু এফসি তে খেলেছিলেন প্রবীর। বিশেষ করে হিরো ইন্ডিয়ান সুপার লিগে সুনীল ছেত্রী ও রয়কৃষ্ণার পাশাপাশি দলের হাল ধরতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই বাঙালি ফুটবলার। তবে এবার দল বদলে ফেললেন তিনি।

উল্লেখ্য, গত আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি আদ্রিয়ান লুনাদের দল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেও বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত ভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। যা নিয়ে হতাশ ছিলেন কেরল সমর্থকরা। তবে সেইসব এখন অতীত। আগামী মরশুমে দাপটের সাথে সাফল্য পাওয়াই এখন একমাত্র লক্ষ্য কেরালার।

সেইমতো দলবদলের ক্ষেত্রে একাধিক ফুটবলার কে সই করানোর পরিকল্পনা নেওয়া হয় তাদের তরফে। যাদের মধ্যে প্রবীর দাস সহ ছিলেন ভারতের তরুন ফরোয়ার্ড ইশান পন্ডিতা। শোনা যাচ্ছিল ইশানের জন্য নাকি বড়সড় বাজেট ও রাখা হয়েছিল তাদের তরফে। কিন্তু ইশান পন্ডিতার তরফ থেকে এখনো কিছু জানানো না হলেও সঠিক সময় প্রবীর কে তুলে নিল কেরল।