পঞ্চায়েত ভোট ঘোষণার পরই দিল্লি ছুটলেন শুভেন্দু

নির্বাচনের দিন ঘোষণার পরই দিল্লি গেলেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার ভোরেই হঠাৎ দিল্লি গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু…

BJP leader Suvendu Adhikari

নির্বাচনের দিন ঘোষণার পরই দিল্লি গেলেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার ভোরেই হঠাৎ দিল্লি গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তার। আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রেখেছে রাজ্য। ভোটের দিন ঘোষণা হতেই বিরোধীরা সরব হয়েছেন।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম টুইটটি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে।”

তার কারণ হিসাবে শুভেন্দু বলছেন, “এই প্রথম রাজ্যস্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে একটিও সর্বদলীয় মিটিং না করে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল।”

শুভেন্দু টুইটে অভিযোগ করেছেন, “রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। হঠাৎ করে এই ভাবে ভোট ঘোষণা থেকে এটা খুব পরিষ্কার কমিশন তৃণমূলের আঞ্চলিক শাখা সংগঠন হিসাবে কাজ করছে।”তিনি আরও বলেন, “হঠাৎ করে ভোটের দিন ঘোষণা, উপযুক্ত সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাও নেওয়া হয়নি।”

ভোটের দিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দায়ী থাকতে হবে বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু।

টুইট করার পরদিনই শুভেন্দুর দিল্লি উড়ে যাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনাচক্রে অভিষেক পত্নী রুজিযাকে ইডির জিজ্ঞাসাবাদের পরদিনই দিল্লি গেলেন শুভেন্দু।