নতুন মন্ত্রীদের দেড় লাখি মন্ত্রী বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রীদের দেড় লাখি মন্ত্রী বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন এসএসসি ও টেট দুর্নীতি কাণ্ড নিয়ে অশান্ত রাজ্য রাজনীতি…

মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রীদের দেড় লাখি মন্ত্রী বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন এসএসসি ও টেট দুর্নীতি কাণ্ড নিয়ে অশান্ত রাজ্য রাজনীতি তখন বুধবার ৮ নয়া মন্ত্রী শপথ নিলেন।

এদিকে রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেড় লাখি মন্ত্রী এরা। অর্থ দফতরের নয়া সার্কুলারে কোভিডের নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গ যেহেতু আর্থিকভাবে দেউলিয়া। পশ্চিমবঙ্গে মন্ত্রীদের ক্ষমতা খর্ব করেছে অর্থ দফতর। আগে ১০ লক্ষ ছিল এখন দেড় লক্ষ করে দে|ওয়া হুয়েছে। তাতে দেড় লাখি মন্ত্রী এরা। আমি মনে করি এর থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য, বা ১০০ দিনের কাজের সুপারভাইজারদের কাজের ক্ষমতা ও বরাদ্দকৃত অর্থ আরও বেশি।’

শপথ নিচ্ছেন মন্ত্ৰীরা

প্রসঙ্গত, আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শুভেন্দু। এবিষয়ে ব্যাখা দিয়ে শুভেন্দু বলেন, ‘কাকে মন্ত্রী করবেন এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর ব্যাপার। আমার যেতেও কোনও আপত্তি ছিল না। মন্ত্রিসভার তালিকা দেখছিলাম, তাতে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে সনাতনী বিজেপিকে ভোট দেওয়ার জন্য আক্রান্ত হয়েছিলেন, তাঁদের অভিযুক্তদের মধ্যে দুই জনকে মন্ত্রী করা হুয়েছে। উদয়ন গুহ এবং পার্থ ভৌমিক। এরা সরাসরি ভোট পরবর্তী হিংসার অভিযোগে অভিযুক্ত। হাইকোর্টে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তাতে এই দুই জনের নাম ছিল। সেখানে গিয়ে তো এসব বলা যেত না। হাসিমুখ নিইয়ে হাতে মেলাতে হত।এটা আমার কোচবিহার এবং ব্যারাকপুর এলাকায় বিজেপিকে ভোট দেওয়া মানুষরা আঘাত পেত।’