বউবাজারে একজন বউ কিনতে কত খরচ?

বউবাজার। এ নাম খুব পরিচিত। বউবাজার মানে যেখানে বউ কেনা বেচা হয়। একটি বউয়ের দাম কত? জানলে চমকে যাবেন। বউয়ের বাজার শুনতে অবাক লাগলেও এটাই…

বউবাজার। এ নাম খুব পরিচিত। বউবাজার মানে যেখানে বউ কেনা বেচা হয়। একটি বউয়ের দাম কত? জানলে চমকে যাবেন।

বউয়ের বাজার শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বউয়ের বাজার আছে । যেখান থেকে পুরুষ বিয়ের জন্য তার পছন্দের নারীকে বেছে নেয়। বিশ্বের উন্নত দেশগুলির একটি বুলগেরিয়া। বউয়ের বাজার বসে এদেশেই। এই বাজারে বিক্রি হয় বউ। বউয়ের বাজারে ছেলেরা আসেন তাদের পুরো পরিবার নিয়ে, ঘুরে ঘুরে দেখেন বিয়ের কনে। পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দমতো একটি মেয়ে কিনে তাকেই পুত্রবধূ করে বাড়িতে নিয়ে আসেন।

   

যে মেয়েটিকে পছন্দ করা হয়, তার সাথে চলে দর কষাকষি। যে মূল্যে মেয়েটির পরিবার খুশি হয়, সেই মূল্যেই ছেলেটির পরিবার মেয়েটিকে কিনে নেন। তারপর ছেলের পরিবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটি পায় স্ত্রীর মর্যাদা। এই বিয়ের বাজার মূলত গরীব মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারেন না, তারাই মূলত তাদের কন্যাকে এই বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে।

বিষয়টি ঘটে আসছে বহুদিন ধরেই। বহুদিন ধরে এই প্রথা চলে আসছে। বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয়। বুলগেরিয়ায় বসবাসকারী কালাইচি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েকে এই বাজারে নিয়ে যেতে পারবেন। পরিবারটি গরীব হওয়া আবশ্যিক। ধনী পরিবারের এই মেয়েদের বিক্রি করার রেওয়াজ নেই এই বাজারে।