Ronaldinho Gaucho: শ্রীভূমিতে রোনাল্ডিনহো, উন্মাদনা চরমে সকলের

গতকাল, শহর কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। গত কয়েকমাস ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিল শহরের ফুটবলপ্রেমী মানুষ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা…

Ronaldinho Gaucho

গতকাল, শহর কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। গত কয়েকমাস ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিল শহরের ফুটবলপ্রেমী মানুষ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শোনা গিয়েছিল যে অক্টোবরের প্রথমদিকেই ভারতে পা রাখবেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো। তবে বিবিধ কারনে তা হয়ে ওঠেনি।

তবে কিছুটা সময় পিছিয়ে এবার দেশে আসলেন তিনি। এক্ষেত্রে বিশেষ সক্রিয়তা দেখিয়েছে রাজ্যের একটি জনপ্রিয় স্পোর্টস ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই নিজের সোশ্যাল সাইটে কলকাতায় আসার কথা জানান এই তারকা। সেইসঙ্গে পুজোর দিনগুলোতে কোথায় কোথায় যাবেন ও কি করবেন তাও জানান নেটমাধ্যমে।

   

সেইমতো, আজ বেলার দিকে লেকটাউনে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। গত কয়েকদিন আগেই সেকথা নিজেই জানিয়েছিলেন রোনাল্দিনহো। সেইমতো এবার আসছেন শ্রীভূমিতে। যতদূর জানা গিয়েছে, আজ একটি ফুটবল অ্যাকাডেমিতে উপস্থিত থাকার পর শ্রীভূমির পুজোতে আসবেন রোনাল্দিনহো গাউচো। সেই নিয়েই যথেষ্ট উন্মাদনা দেখা দিয়েছে সকলের মধ্যে।

তবে শুধু লেকটাউন নয়। আগামীকালের জন্য একাধিক পরিকল্পনা রয়েছে এই তারকার। শোনা গিয়েছে, আহেরিটোলা সহ একাধিক মন্ডপে আসবেন তিনি। যা নিয়ে সরগরম শহরের।