Durga Puja: বহিরাগতরা দুর্গাপুজো উদ্বোধন করছে অভিষেকের নিশানায় শাহ

সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহর পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ অভিষেকের। তিনি বলেন, যারা দুবছর,তিনবছর আগে ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক করে মিথ্যা কথা বলে বলত…

সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহর পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ অভিষেকের। তিনি বলেন, যারা দুবছর,তিনবছর আগে ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক করে মিথ্যা কথা বলে বলত বাংলায় দুর্গাপুজো হয়না, সেই বহিরাগতদের আজ বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসতে হচ্ছে, এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের জয়, সত্যের জয়। আজ বাংলার মানুষ প্রমাণ করছে যে বাংলা অশান্তির জায়গা নয়, বাংলা সভ্যতার ভূমি, সংস্কৃতির ভূমি, সম্প্রীতির ভূমি, শান্তির ভূমি।

দুর্গা পুজোর উদ্বোধন নিয়ে এবারেও শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে তীব্র প্রতিযেগিতা। পুজো রাজনীতি তুঙ্গে। বিজেপির রাজনৈতিক ইস্যু রাম মন্দির থিম প্যান্ডেল ঘিরে বিতর্ক বাড়ছে। সেই প্যান্ডেলে শাহর আগমন নিয়ে তৃণমূল শুরু করল বহিরাগত কটাক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলায় উৎসব ঘিরে রাজনীতির হাওয়া গরম। বিজেপি সূত্রে খবর, প্যান্ডেল উদ্বোধনের পাশাপাশি রাজ্যে দলীয় সংগঠন নিয়ে আলোচনা করবেন শাহ।

   

সোমবার ডায়মন্ড হারবার লোকসভার সরিষা হাই স্কুল মাঠ মশাটে কাজের পোল হাসপাতালের বস্ত্রদান কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আমাকে ছ’মাস সময় দিন আপনাদের টাকা আনবই। যদি আনতে না পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের পারিশ্রমিকের ব্যবস্থা করবে। কারোর উপর নির্ভর করতে হবে না