Health Tips: রোজ খান একটি আপেল, পেটের সমস্যা থাকবে শতহস্ত দূরে

Health Tips: আমাদের শরীর সুস্থ রাখতে পেটের ওপর বিশেষ লক্ষ্য রাখা যে জরুরি সেটা অবশ্য আমাদের সকলেরই জানা। কারণ পেট পরিষ্কার না হলে সারাদিন ঠিকভাবে পরিশ্রম করা যায় না পাশাপাশি একটা ক্লান্তিবোধ এবং অস্বস্তি থেকেই যায়।

eat-apple-daily-to-keep-stomach-problems-at-bay

Health Tips: আমাদের শরীর সুস্থ রাখতে পেটের ওপর বিশেষ লক্ষ্য রাখা যে জরুরি সেটা অবশ্য আমাদের সকলেরই জানা। কারণ পেট পরিষ্কার না হলে সারাদিন ঠিকভাবে পরিশ্রম করা যায় না পাশাপাশি একটা ক্লান্তিবোধ এবং অস্বস্তি থেকেই যায়। তাই প্রতিদিন সকালে পেট পরিষ্কার খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

দীর্ঘদিন ধরে যদি আপনার পেট পরিষ্কার না হয় তাহলে অতিরিক্ত দূষিত পদার্থ জমে পেট ফাঁপা বদহজম গ্যাস অম্বল এমনকি ক্যান্সারের মতো রোগও দেখা দিতে পারে। তাই পেটের উপর নজর রাখতে শুধুমাত্র অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে তাই নয় পাশাপাশি খেতে হবে ফল যা বিশেষভাবে পেটের খেয়াল রাখতে সাহায্য করে।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরের খাবার খেতে ভালোবাসেন তবে পেটের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাইরের অতিরিক্ত ঝাল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলেন। আর মাঝেমধ্যে খাবার লোক হলে দেখা দেয় মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপেল কারণ আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের অন্ত্রের আদ্রতা বজায় রাখে।

যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগ বাসা বাঁধতে পারে না, পাশাপাশি গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই দূরে থাকে। অন্যদিকে পাকা কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা কারণ পাকা গলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম। যা পেটের বিভিন্ন অংশের সর্বোপরি পরিপাকতন্ত্রের খেয়াল রাখে।

একই সাথে পেটের মধ্যে জমে থাকা সমস্ত দূষিত পদার্থকে বের করে দেয় সহজেই। অন্যদিকে খাওয়া যেতে পারে নাশপাতি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পেটের মধ্যে দেখা ভাল ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে তোলে।