ফের একবার বাংলার মুকুটে নতুন পালক! দেশের মধ্যে এগিয়ে বাংলা। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে টেলিমেডিসিন ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা। শুধু তাই নয়, টেলিমেডিসিনের ক্ষেত্রে মহিলারা এই সুযোগ নিয়েছেন বেশী। কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘ই সঞ্জীবনী’তে শীর্ষে রয়েছে বাংলা। শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে চালু করা টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’- এও মিলেছে ব্যাপক সাড়া।
পোর্টাল খুলে ১০০ জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান! পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা?
প্রসঙ্গত ২০২১ সালের অগস্টে এই পরিষেবা চালু করা হয়েছিল। গত জুন পর্যন্ত ৪ কোটি ৪ লক্ষেরও বেশি মানুষ এই পরিষেবা পেয়েছেন। জুন মাসের পরিসংখ্যানের হিসেবে, টেলিমেডিসিনে ডাক্তার দেখানোর শীর্ষে যে সমস্ত জেলা এবং স্বাস্থ্য জেলাগুলি রয়েছে সেগুলি হল- কালিম্পং, রামপুরহাট, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি এবং বীরভূমে এই পরিষেবা খুব একটা সন্তোষজনক নয়।
ফের রাজভবনে বিধানসভার চিঠি! পুরনো জটিলতার আর পুনরাবৃত্তি চাইছেন না স্পিকার
এই পরিসংখ্যা থেকে আরও একটা বিষয় জানা গিয়েছে মহিলারা এই টেলিমেডিসিন ব্যবহারের দিকে এগিয়ে আছে। এই প্রকল্পের সুবিধাভোগীর মধ্যে রয়েছেন ৬৩ শতাংশ মহিলা, আর বাকি ৩৭ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ৩৬ থেকে ৫৯ বছর বয়সি মানুষের মধ্যে সুবিধা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কলকাতায় ১৫ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে এই সুবিধা নেওয়ার প্রবণতা বেশি। টেলিমেডিসিন প্রকল্পে প্রতিদিন ১ লক্ষ করে রোগী দেখা হচ্ছে।