বাড়ছে অনলাইনে খাবারের খরচ, সুইগি-জোমাটোর চার্জে লংজাম্প

ফের প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জায়ান্ট জোমাটো এবং সুইগি। একলপ্তকে অনেকটাই বাড়তে চলেছে এই দুই ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। এক লাফে ২০ শতাংশ ডেলিভারি…

Zomato and Swiggy hike platform fees food delivery to become costlier বাড়ছে অনলাইনে খাবারের খরচ, সুইগি-জোমাটোর চার্জে লংজাম্প

ফের প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জায়ান্ট জোমাটো এবং সুইগি। একলপ্তকে অনেকটাই বাড়তে চলেছে এই দুই ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। এক লাফে ২০ শতাংশ ডেলিভারি চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সুইগি এবং জোমাটো।

আগে এই প্ল্যাটফর্মে ডেলিভারি চার্জ ছিল ৫ টাকা। যা বাড়িয়ে প্রতি অর্ডার পিছু ডেলিবারি চার্জ করা হচ্ছে ৬ টাকা। টাকার এই বৃদ্ধি শতাংশের নিরিখে ২০ শতাংশ।

   

তবে, বর্ধিত এই প্ল্যাটফর্ম ফি শুধুমাত্র দিল্লি এবং বেঙ্গালুরুর গ্রাহকদের থেকেই নেওয়া হবে বলে জানিয়েছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জায়ান্ট জোমাটো এবং সুইগি। এছাড়া দেশের বাকি জায়গায় ডেলিভারি চার্জ ছাড়া রেস্তোরাঁ চার্জ, জিএসটি এবং হ্যান্ডলিং চার্জ নিয়ে থাকে সুইগি ও জোমাটো। তবে দিল্লি এবং বেঙ্গালুরুতে এই সব চার্জের পাশাপাশি প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম চার্জও গুনতে হয় গ্রাহকদের।

ফুড ডেলিবারির জন্য জোমাটো প্রতিদিন প্রায় ২.২-২.৫ মিলিয়ন অর্ডার পেয়ে থাকে। বর্ধিত ডেলিভারি চার্জের ফলে প্রতিদিন ২৫ লক্ষ টাকা অতিরিক্ত লাভ হতে পারে। এইসব সংস্থা নতুন প্ল্যাটফর্ম ফি-র জেরে প্রতিদিন ১.২৫-১.৫ কোটি রাজস্বের আশা করছে।

বিশেষভাবে সক্ষমের কোটায় চাকরি, পূজার পর এবার নজরে অবসরপ্রাপ্ত আইএএস অভিষেক

গত এপ্রিল মাসেই জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ২৫ শতাংশ বাড়িয়েছিল। তার আগে গত জানুয়ারিতেও এক দফায় প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছিল জোমাটো। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ৩ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছিল। আর এপ্রিলে তা ২৫ শতাংশ বাড়িয়ে ৫ টাকা করা হয়েছিল। এবার তা আরও বাড়িয়ে ৬ টাকা করা হল।

গোটা রাজ্যে আবেদনকারীর সংখ্যা ৮, মুখ থুবড়ে পড়ল মোদী-শাহ’র সাধের CAA

উল্লেখ্য, জোমাটোর গোল্ড লয়্যালটি সদস্য হলে গ্রাহকদের ডেলিভারি চার্জ দিতে হয় না। তবে এবার ৬ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হবে। ২০২৩ সালের অগস্ট মাস থেকে জোমাটো প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছিল। সেই সময় ২ টাকা করে নেওয়া হত। পরে ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ৩ টাকা করা হয়েছিল। যা ক্রমে বেড়ে হচ্ছে ৬ টাকা।

ব্লিংকিট প্রতি অর্ডারে ৪টাকা ও ইন্সটামার্ট বেঙ্গালুরুতে প্রতি অর্ডারে ৫টাকা করে ডেলিভারি চার্জ করে। দিল্লিতে ব্লিংকিট চার্জ ১৬ টাকা, ইন্সটামার্ট চার্জ ৫ টাকা।