আরজি কর কাণ্ডে শুনানির আগেই দশটি প্রশ্ন তুলে চন্দ্রচূড়কে চিঠি অধীরের

আরজি কর (RG Kar Case) নিয়ে উত্তাল গোটা দেশ। শুধু রাজ্যের বিরোধীরাই নয়, এই ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব ইন্ডিয়া জোটের একাধিক…

RG Kar case Adhir Chowdhury anger against the role of kolkata police despite of silence of congress high command

আরজি কর (RG Kar Case) নিয়ে উত্তাল গোটা দেশ। শুধু রাজ্যের বিরোধীরাই নয়, এই ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব ইন্ডিয়া জোটের একাধিক নেতা। রাহুল গান্ধী আগেই মুখ খুলেছেন অন্যায়ের বিরুদ্ধে। সরব হয়েছেন সপা নেতা অখিলেশ যাদবও। এবার সোজাসুজি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি পাঠাল বহরমপুরের প্রাক্তণ সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

আরজি কর তদন্তেও হাথরস কাণ্ডের সিবিআই অফিসার সীমা পাহুজা

   

আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মঙ্গলবার সেই মামলার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে। তারই মধ্যে প্রধান বিচারপতিকে ওই চিঠি পাঠিয়েছেন অধীর। সূত্রের খবর, চিঠিতে দশ দফা প্রশ্ন তুলেছেন লোকসভায় প্রাক্তন কংগ্রেস দলনেতা।

অভিষেকের হাত থেকে দায়িত্ব যেতেই নয়া মিডিয়া কমিটি মমতার, কারা রয়েছেন তাতে?

ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর তা আত্মহত্যা বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কার পরামর্শে তা করেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ? দুই, আরজি করের নির্যাতিতার মরদেহ ওই হাসপাতালেই ময়নাতদন্ত করা হল কেন? এর পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে? তিন, ঘটনার পর দেখা যায় শাসক দলের নেতা ও প্রাক্তন মন্ত্রী নির্মল মাজি আরজি করে গিয়েছিলেন। কেন সেখানে গিয়েছিলেন তিনি? কী উদ্দেশে? এই সমস্ত প্রশ্নই তিনি তুলেছেন প্রধান বিচারপতির কাছে।

আরজি করের আন্দোলনে পাক-বাংলাদেশ ‘লিঙ্ক’? লালবাজারে তলব বহু নেটিজেন

অন্যদিকে, আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি। তার আগে অধীরের চিঠি কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।