আরজি কর (RG Kar) কাণ্ড ক্রমেই চাপ বাড়ছে রাজ্যের ওপর। শুধু চিকিত্সকেরা নয়, প্রতিবাদ ক্রমেই ছড়িয়ে পড়ছে অন্যান্য সামাজিক ক্ষেত্রেও। ডাক্তার থেকে ফুটবলার কিংবা শিল্পী, সবার এখন একটাই দাবি, সঠিক তদন্ত হোক আর বিচার হোক নির্যাতিতার। এমন অবস্থায় পরিস্থিতি অনুকূল পেয়ে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের বিরোধীরাও। মিছিলে-মিছিলে শহরের শহরের প্রতিটি কোনায় সরব জনতাও।
আরজি করের আন্দোলনে পাক-বাংলাদেশ ‘লিঙ্ক’? লালবাজারে তলব বহু নেটিজেন
তাই এই ‘গরম’ পরিস্থিতিতে যাতে বিরোধীরা সুবিধা তুলতে না পারে তারজন্য দলের মিডিয়া সেলের রদবদল আনলেন মমতা (Mamata Banerjee)। সংবাদমাধ্যমে তৃণমূলের হয়ে বিবৃতি দেওয়ার জন্য চার জনকে দায়িত্ব দেওয়া হল। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ‘মিডিয়া কমিটি’ গঠন করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কমিটিতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার।
ধৃত সঞ্জয় কি মিথ্যা বলছে? জানতে আরজি কর কাণ্ডে মঙ্গলেই পলিগ্রাফ টেস্ট
এখন থেকে এই চার জন সাংবাদিক বৈঠক করবেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। সংবাদমাধ্যমে আলোচনা সভায় কারা যাবেন, দলের তরফে এই কমিটি সেই সিদ্ধান্তও নেবে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের মিডিয়া সেলের দায়িত্ব গিয়েছে সুব্রত বক্সীর হাতে।
প্রায় রোজই ১২-১৪ ঘন্টা করে CBI জেরা, কোন কোন প্রশ্নে নাস্তানাবুদ ডাঃ সন্দীপ?
অভিষেক হাত থেকে সুব্রত বক্সীর হাতে মিডিয়া সেলের দায়িত্ব যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঘরে-বাইরে। কারণ সম্প্রতি এই আন্দোলন খুবই ন্যায়সঙ্গত বলে দাবি করেছিলেন দলের ‘সেনাপতি’। দ্রুত তদন্ত শেষ করতেও সিপির সঙ্গে কথা বলেন তিনি। তাঁর এই সহানুভূতির কারণেই কী পদ হস্তান্তর? এই প্রশ্নই ঘোরাফেরা করছে দলের ‘ঘরে-বাহিরে’।