প্রায় রোজই ১২-১৪ ঘন্টা করে CBI জেরা, কোন কোন প্রশ্নে নাস্তানাবুদ ডাঃ সন্দীপ?

আরজি করের তদন্তভার সিবিআইয়ের কাছে। গত বুধবারই দায়িত্ব বুঝে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকাী সংস্থা। এরপর গত পাঁচদিন ধরে সিজিও-তে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি আরজি করের প্রাক্তন…

Questions CBI Asked Kolkata Hospital Ex-Head Dr Sandip Ghosh About lady Doctors Rape-Murder

আরজি করের তদন্তভার সিবিআইয়ের কাছে। গত বুধবারই দায়িত্ব বুঝে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকাী সংস্থা। এরপর গত পাঁচদিন ধরে সিজিও-তে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। নিয়ম করেই ১২ থেকে ১৪ ঘন্টা করে জিজ্ঞাসাবাদ চলছে তাঁর। ডাঃ সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত। বদলি হলেও ফের তাঁরে ফিরিয়ে আনা হয় আরজি করের গুরুত্বপূর্ণ পদে। গত কয়েক বছর ধরেই তাঁর বিরুদ্ধে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছে। এমনকী তৃণমূলের অন্দর থেকেও! আরজি করে তরুণী চিকিৎসকরে উপর নারকীয় ঘটনার ঘটনাতেও নাম জড়িয়েছে ডাঃ সন্দীপ ঘোষের। প্রশ্ন রয়েছে ঘটনার পর তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে। জনরোষ ওই চিকিৎসকের বিরুদ্ধে আছড়ে পড়ছে। এখন ডাঃ সন্দীপকে জেরা করেই ঘটনার রহস্য উন্মোচন করতে মরিয়া সিবিআই। গত পাঁচ দিন ধরে সিবিআইয়ের কী কী প্রশ্নে জেরবার ডাঃ সন্দীপ ঘোষ? রইল তালিকা…

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ম করেই রোজই ৮টি প্রশ্ন করা হচ্ছে।

   

* ঘটনার পর চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা ঘোষণা করায় এত তাড়াহুড়ো কেন?
* আপনি নিজে একজন ডাক্তার। আপনি কি অপরাধের দৃশ্য নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ মনে করেননি? আপনি অবশ্যই জানেন যে অপরাধের দৃশ্যে প্রমাণের সঙ্গে টেম্পারিং একটি অপরাধ। তা সত্ত্বেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন তা নিরাপদে রাখলেন না?
* কার পরামর্শে পরিবারকে তথ্য দেওয়া হয়েছিল এবং কেন সেই তথ্য বর্জিত ছিল?
* মৃত্যুর খবর কেন ঘটনার কয়েক ঘণ্টা পর চিকিৎসকের পরিবারকে জানানো হল?
* পরিবারের কাছে লাশ দেখাতে দেরি হল কেন?
* হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কী রয়েছে?
* ঘটনার পরপরই পদত্যাগ করলেন কেন? এর পেছনের কারণ কী?

সিবিআই সূত্রে খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এখনও এইসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

‘গত ৬ দিনে কি করল সিবিআই?’ অস্বস্তির মাঝেই পাল্টা সুর তৃণমূলের

চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেমিনার হল থেকে। সেখানেই তাঁর উপর পাশবিক অত্যাচার ও শ্বাসরোধ করে খুন করা হয় বলে সন্দেহ। এইসবের পর উত্তাল হয় জনতা। বিক্ষোভ ফেটে পরে আরজি কর সহ গোটা শহর, রাজ্য ও দেশে। তার মধ্যেই ঘটনার দু’দিন পর পদত্যাগী ডাঃ সন্দীপ ঘোষ ওই সেমিনার হলের পাশের ঘর সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রমাণ লোপাট করতেই ডাঃ ঘোষ ওই নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়েও প্রাক্তন অধ্যক্ষের কাছে সিবিআই গোয়েন্দারা জানতে চাইছেন বলে খবর।

ঝান্ডাহীন লড়াইয়ের আর্জি শুভেন্দুর, নির্যাতিতার পরিবারকে শর্ত দিয়ে নবান্ন অভিযানের ডাক

সিবিআই, ডাঃ সন্দীপ ঘোষের কল রেকর্ড এবং চ্যাটও খতিয়ে দেখছে। ৯ অগস্ট ঘটনার আগে এবং পরে তাঁর ফোন কলের বিশদ তথ্য সরবারহ করতে বলেছে। মোবাইল পরিষেবা প্রদানকারীর কাছ থেকেও চিকিৎসকের কল এবং ডেটা খরচের বিশদ পাওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

মমতার পুলিশের হাতেই গ্রেফতারির আশঙ্কা! এবার হাইকোর্টে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর

আরজি করে চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনা সারা দেশে ক্ষোভের আগুন জ্বালিয়েছে। চিকিৎসকরা দরুরী পরিষেবা ছাড়া কর্মবিরতির ডাক দিয়েছেন এবং ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছেন।