গত বুধবার আরজি কর মামলার তদন্তভার হাতে পেয়েছিল তৃণমূল। তারপর থেকে প্রায় রোজই সিজিও-তে ডেকে জেরা করা হচ্ছে ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সঞ্জয় ঘোষকে। নতুন করে আর কাউকে গ্রেফতার করা হয়নি। সিবিআই তদন্তের অগ্রগতি এখন কোন পর্যায়ে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মনিপুনতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুর চড়াতে শুরু করল তৃণমূল। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্ত রবিবারের (১৮ অগস্ট) মধ্যে শেষ করার ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৮ অগস্টের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করতে না পারলে তিনি হেস্তনেস্ত করে ছাড়বেন।
রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আরজি কর মামলাটি ১৪ অগস্ট সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। পাঁচ দিন হয়ে গিয়েছে, কিন্তু সিবিআই থেকে একটিও আপডেট-ও পাওয়া যায়নি। এছাড়াও, এই মামলায় একমাত্র ধৃতকে কলকাতা পুলিশই গ্রেফতার করেছিল। সিবিআই এমনকী গত পাঁচ দিনে করল? সন্দেহভাজন একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়নি। এছাড়াও, কেন্দ্রীয় সংস্থা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য গুজবকে রোখার চেষ্টাও করেনি।’
গোপনাঙ্গ-সহ নির্যাতিতার শরীর জুড়ে একাধিক কামড়, আঘাতের চিহ্ন! ময়নাতদন্তে কীসের উল্লেখ?
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটেছে গত ৮ অগস্ট। পরদিন ৯ অগস্ট অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর পরই বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবার ১৮ অগস্টের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করে তদন্ত শেষ করতে না পারলে তিনি তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেবেন।
কিন্তু ততদিন অপেক্ষা না করে গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে আরজি কর মামলার তদন্তভার সিবিআইকে দিতে হবে। এরপরই সরব হন মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডের তদন্ত রবিবারের (১৮ অগস্ট) মধ্যে শেষ করার ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৮ অগস্টের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করতে না পারলে তিনি হেস্তনেস্ত করে ছাড়বেন।
সাংসদ সাগরিকা ঘোষের প্রশ্ন, ‘সিবিআই কী করছে? এই মুহুর্তে, মনে হচ্ছে তারা মাথা নিচু করে বসে আছে শুধুমাত্র বিজেপিকে রাজ্য সরকারকে টার্গেট করার অনুমতি দেওয়ার জন্য এবং একটি ভুয়ো প্রচারের স্বার্থে। বিরোধী দলগুলির কেউ-ই সিবিআইকে একটি শব্দও জিজ্ঞাসা করছে না৷ আমরা যেমন বলেছিলাম, এই মামলায় বিচার হওয়াটাই অগ্রাধিকার। তাহলে কি সিবিআই মামলাটি কবর দেওয়ার চেষ্টা করছে? গত পাঁচ দিন ধরে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে বলবে সিবিআই?’
ডার্বি বিক্ষোভে অনুপস্থিত দেবব্রত-দেবাশিস, ‘নিখোঁজ’ কটাক্ষ ফুটবল সমর্থকদের
কেন সংবাদ মাধ্যম এই পাঁচ দিনে কি হয়েছে তা জানতে সিবিআই-য়ের থেকে কোনও আপডেটের চাইলো না তা নিয়ে অবাক হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সাংসদ-সাংবদিক সাগরিকার দাবি, সিবিআই দ্রুত একটি সাংবাদিক বৈঠক জেকে সবকিছুর ব্যাখ্যা দিক। তৃণমূল ‘আরজি কর মামলা কবর দেওয়া এবং সত্যকে আড়াল করা রুখবেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন এই সাংসদ।
৩১ বছর বয়সী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশে বিক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিবাদে মধ্যরাতের বিক্ষোভ দিখিয়েছিলেন মহিলারা। তাঁদের পাশে ছিলেন পুরুষরাও। এই ঘটনায় এক সিভিক ভল্যান্টিয়ারকে গ্রেফতার করা হলেও নির্যাতিতার পরিবার বিশ্বাস করে যে, অপরাধের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত।